ঝুলন দত্ত , কাপ্তাই
“নিরাপদ মাছে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ” এই প্রতিপাদ্য নিয়ে কাপ্তাই উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে সপ্তাহব্যাপী কর্মসূচীর অংশ হিসাবে বুধবার (২৬ জুলাই) সকাল সাড়ে ৯ টায় কাপ্তাই লেকে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।
এসময় রুই, কাতলা, মৃগেল, কালিবাইশ সহ বিভিন্ন দেশীয় জাতের ২০ কেজি মাছের পোনা কাপ্তাই লেকে অবমুক্ত করা হয়।
কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার রুমন দে, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ আরিফুর রহমান, বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন কাপ্তাই শাখার ব্যবস্থাপক মাসুদ আলম, ৪ নং কাপ্তাই ইউনিয়ন চেয়ারম্যান প্রকৌশলী আবদুল লতিফ, কাপ্তাই প্রেস ক্লাব সাধারণ সম্পাদক ঝুলন দত্ত সহ স্থানীয় মৎস্যজীবিরা এসময় উপস্থিত ছিলেন।
এদিকে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে এদিন সকাল সাড়ে ১০ টায় কাপ্তাই উপজেলা পরিষদ চত্বর হতে বণাঢ়্য র্যালি বের হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষ কিন্নরী কে এসে শেষ হয়।
পরে উপজেলা পরিষদ কক্ষ কিন্নরী তে আলোচনা সভা এবং ৩ জন মৎস্যচাষীদের মাঝে সনদপত্র ও নগদ অর্থ বিতরণ করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলা পরিষদ চেয়ারম্যান মফিজুল হক। উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমন দে এর সভাপতিত্বে সিনিয়র উপজেলা মৎস্য অফিসার আরিফুর রহমান এর সঞ্চালনায় এসময় বিশেষ অতিথি বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা পরিষদ এর ভাইস চেয়ারম্যান নাছির উদ্দীন, মহিলা ভাইস চেয়ারম্যান উমেচিং মারমা ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মারজান হোসেন।