নিজস্ব প্রতিবেদক
যথাযোগ্য মর্যাদায় রাঙামাটি পার্বত্য জেলায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৪ উদযাপন করা হয়েছে। মঙ্গলবার সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের কর্মসূচি শুরু হয়। জেলা প্রশাসনের উদ্যোগে দিবসের শুরুতে বঙ্গবন্ধুর ম্যূরালে পুষ্পস্তবক অর্পণ করে শহীদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপনের পরপরই বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান, রাজনৈতিক দল, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে। শ্রদ্ধা জ্ঞাপন শেষে রাঙামাটি মারী স্টেডিয়ামে বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে স্বাধীনতা দিবসের কুচকাওয়াজ ও ডিসপ্লে অনুষ্ঠিত হয়। কুচকাওয়াজে সালাম গ্রহণ করেন জেলা প্রশাসক মো. মোশারফ হোসেন ও পুলিশ সুপার মীর আবু তৌহিদ।