সাগর চক্রবর্তী কমল, মাটিরাঙ্গা
মাটিরাঙ্গায় শান্তি পরিবহন যাত্রীবাহি বাস দুর্ঘটনায় ১জন নিহত হয়েছেন। আহত হয়েছে আরো ১৪জন। তাদের খাগড়াছড়ি ও মাটিরাঙ্গা হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
রবিবার(১৫ অক্টোবর) রাত আনুমানিক সাড়ে ৭টার দিকে জেলার মাটিরাঙ্গার সাপমারা নামক এলাকায় এই ঘটনাটি ঘটে। ঘটনায় নিহতের নাম মো: মাসুদ রানা (৪৫)। তিনি গাজীপুরের তোয়ালাতপুর এলাকার বাসিন্দা মো: আলফাজ উদ্দিনের ছেলে।
জানা যায়, রাতে শান্তি পরিবহনের ( ঢাকা মেট্রো ব-১৪-০১৮১) যাত্রীবাহি বাসটি দীঘিনালা থেকে চট্টগ্রাম যাওয়ার পথে জেলার মাটিরাঙ্গার সাপমারা নামক এলাকায় এসে নিয়ন্ত্রন হারিয়ে গাড়িটি উল্টে যায়। এতে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। আরো ১৪ জন আহত হয়।
আহতব্যক্তিরা হলেন, চট্টগ্রাম জেলার হাটহাজারী এলাকার মো: রফিকুল ইসলামের ছেলে মো: তারেক বয়স (২৪), নড়াইল জেলার মৃত মো: আবু বক্করের ছেলে মো: তানভীর আহমেদ (২৮), চট্টগ্রাম অক্সিজেন এলাকা মৃত মো: রফিক মিয়ার ছেলে ইমতিয়াজ আহমেদ (৩০), চট্টগ্রাম নয়াবাজার এলাকার মো: মোশারফ হোসেনের ছেলে মো: আহমেদ শিকদার (২৮), ঢাকা উত্তরা এলাকার মো: মামুন হোসেনের মেয়ে সোমা (২৬), ফেনী জেলা এলাকার মো: আব্দুল্লাহর ছেলে সৌরভ (২১), সালমা আহমেদ (৩৫)। আহতরা খাগড়াছড়ি জেলা ও মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসাধীন রয়েছে।
আহতদের মধ্যে মাটিরাঙ্গা হাসপাতাল থেকে মো: তানভীর আহমেদকে ও খাগড়াছড়ি সদর হাসপাতাল হতে সালমা আহমেদকে গুরুতর অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে ।
মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: জাকারিয়া সত্যতা নিশ্চিত করে জানান, সড়ক দুর্ঘটনার খবর পেয়ে মাটিরাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে ও দুর্ঘটনার আহতদেরকে জেলা সদর স্বাস্থ্য কমপ্লেক্স ও মাটিরাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করা হয়েছে। এই দিকে দুর্ঘটনাকৃত শান্তি পরিবহন গাড়ির ড্রাইভার মো: কামাল ও হেল্পার পলাতক রয়েছে। পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে রয়েছে বলেও জানান তিনি।