মেহেরাজ সুজন
রাঙামাটির নানিয়ারচরে যাত্রীবাহি সিএনজি দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। আহত হয়েছে আরো দুই জন। তাদের উন্নত চিকিৎসার জন্য চট্রগ্রাম হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
সোমবার(১৬ অক্টোবর) রাত আনুমানিক সাড়ে ১১ টার দিকে ইসলামপুর এলাকার তেজমর সড়কে এ দূর্ঘটনা ঘটে।
ঘটনায় নিহত হন উপজেলার ডাকবাংলো এলাকার লম্বা চাকমার ছেলে বিজুগাং চাকমা।
স্থানীয় সুত্র জানায়, রাতে রাঙামাটি সদর থেকে বাজুকা চাকমা তার সহধর্মিণীকে ডাক্তার দেখিয়ে পূনরায় বাড়ি ফিরতে সিএনজি যোগে রওনা করেন।পরে তেজমোর সড়কে এসে নিয়ন্ত্রন হারিয়ে গাড়িটি উল্টে যায়। এতে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। আহত হয় আরো দুই জন।এদের মধ্যে একজজনের হাত ও পা ছূলে যাও অন্যজন গুরুতর আহত হলে, বাজুকা চাকমা সহ আহত দের নানিয়ারচর সদর হাসপাতালে আনলে কর্তব্যরত চিকিৎসক বাজুকা চাকমাকে মৃত বলে জানান ও গুরুতর আহত হওয়া একজনে রাঙ্গামাটি সদর হাসপাতালে উন্নত চিকিৎসার লক্ষ্য পাঠায়।
নানিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন হালদার নিহতের সত্যতা নিশ্চিত করে জানান, সড়ক দুর্ঘটনার খবর পেয়ে নানিয়ারচর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে ও দুর্ঘটনার আহতদেরকে জেলা সদর স্বাস্থ্য কমপ্লেক্স প্রেরণ করা হয়েছে। এই দিকে দুর্ঘটনাকৃত সিএনজির ড্রাইভার পলাতক রয়েছে। পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে রয়েছে বলেও জানান তিনি।