‘সরকার যুবকদের আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বিভিন্ন প্রশিক্ষণ কর্মসূচী গ্রহণ করেছে। এই কর্মসূচীগুলো সঠিকভাবে বাস্তবায়নের মাধ্যমে দেশের যুব সমাজকে এগিয়ে নিয়ে যেতে হবে এবং যুব উন্নয়নের মাধ্যমে যেসকল প্রশিক্ষণ কর্মশালা রয়েছে তা গ্রহণ করে নিজেদেরকে আত্মকর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে নিজেদের স্বাবলম্বী করতে যুব সমাজের প্রতি আহ্বান জানিয়েছেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান নিখিল কুমার চাকমা।
একই সময় নিখিল কুমার চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত এই অনুষ্ঠানের প্রধান অতিথি সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফিরোজা বেগম চিনু বলেন,বঙ্গবন্ধুর খুনীদের বিচারের মাধ্যমে দেশকে কলঙ্কমুক্ত করার যে প্রয়াস নিয়েছে সরকার, তা অব্যাহত থাকবে এবং পলাতক খুনীদেরকেও দেশে ফিরিয়ে এনে বিচারের মাধ্যমে ফাঁসি কার্যক্রর করার আহবান জানান তিনি।
১৫ আগষ্ট রাঙামাটি জেলা পরিষদ সম্মেলন কক্ষে যুব উন্নয়ন অধিদপ্তরের যুব ঋণ ও কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্তদের সনদপত্র বিরতণ অনুষ্ঠানে এসব কথা বলেছেন তারা।
রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান নিখিল কুমার চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন রাঙামাটির জেলা প্রশাসক মোঃ মোস্তফা কামাল, পুলিশ সুপার আমেনা বেগম, জেলা পরিষদ মুখ্য নির্বাহী কর্মকর্তা এস,এম জাকির হোসেন, সদস্য শামিম রশিদ, সিভিল সার্জন ডাঃ মোস্তাফিজুর রহমান, জেলা আওয়ামীলীগ নেতা জসিম উদ্দিন বাবুল, প্রেসক্লাব সভাপতি সুনীল কান্তি দে বক্তব্য রাখেন।
যুব ঋণ ও কম্পিউটার প্রশিক্ষিতদের সনদ বিরতণ
পার্বত্য উন্নয়ন
1 Min Read
Previous Articleবিলাইছড়িতে ভিশন-২০২১ বিষয়ক সভা
Next Article নিখিল-হেনরিক সৌজন্য সাক্ষাত
এই বিভাগের আরও সংবাদ
সম্পাদকঃ ফজলে এলাহী
নির্বাহী সম্পাদকঃ হেফাজত সবুজ
প্রধান কার্যালয়
পৌর মার্কেট, দ্বিতীয় তলা, পৌরসভা এলাকা, রাঙামাটি-৪৫০০
ফোন : ০১৭১৮৫৪৭৮৭৮, ০১৬১৮৫৪৭৮৭৮।
ইমেইল : pahar24news@gmail.com
পাহাড়ের সংবাদ
আমাদের সম্পর্কে
© 2024 All Rights Reserved pahar24.com. Developed by MicroWeb Technology.