আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে যুব উন্নয়ন অধিদপ্তর রাঙামাটি জেলা কার্যালয়ের উদ্যোগে আলোচনা সভার আয়োজন করে। রাঙামাটি যুব উন্নয়ন অধিদপ্তর মিলনায়তনে বুধবার সকালে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
রাঙামাটি যুব উন্নয়ন অধিদপ্তর উপ-পরিচালক মো: হাবিব উল্লাহ’র সভাপতিত্বে বক্তব্য রাখেন ডেপুটি কো-অর্ডিনেটর রেজাউল হক, কম্পিউটার প্রশিক্ষক সৈয়দ আল-মাসুদ, প্রশিক্ষক ইলেক্ট্রনিক মিনহাজ উদ্দিন, প্রশিক্ষনার্থী ইয়াছিন রানা সোহেল ও আবু বক্কর সিদ্দিক।
এতে বক্তারা বলেন, যুবরাই জাতির ভবিষ্যৎ। এই যুবদের ওপর আগামী জাতির উন্নয়ন নির্ভর করছে। তাই যুবদেরকে দেশ ও জতির উন্নয়নের জন্য কাজ করে যেতে হবে। বক্তারা আরো বলেন, যুব সমাজ এখন যে ভাবে বিপদগামী হচ্ছে তা থেকে এদেরকে রক্ষা করতে হবে। সমাজে যুবদেরকে সঠিকভাবে প্রশিক্ষণ দিয়ে কিছু করার জন্য উৎসাহ দিতে হবে, তবেই দেশ উন্নত হবে।