কাপ্তাই প্রতিনিধি
আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে বুধবার সকালে কাপ্তাই উচ্চ বিদ্যালয় মাঠে নারী ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। নারীর ক্ষমতায়ন প্রোগ্রামের মানুষের জন্য ফাউন্ডেশন এর সহযোগিতায় এবং গ্লোবাল এ্যাফেয়ার্স কানাডা এর অথার্য়নে বেসরকারি উন্নয়ন সংস্থা প্রোগ্রেসিভ এর বাস্তবায়নে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।
টুর্নামেন্টে কাপ্তাই উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির নারী ফুটবল দল ১-০ গোলে নবম শ্রেণির নারী ফুটবল দলকে পরাজিত করে। বিজয়ী দলের পক্ষে একমাত্র গোলটি করেন দশম শ্রেণির শিক্ষার্থী পুজা চাকমা। এর আগে কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিউদ্দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই টুর্নামেন্টের উদ্বোধন করেন।
কাপ্তাই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহাবুব হাসান বাবু এর সভাপতিত্বে এসময় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সৈয়দ মাহমুদ হাসান, উপজেলা যুব উন্নয়ন অফিসার মোঃ হোসেন, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক বির্দশন বড়ুয়া, অতিরিক্ত সাধারণ সম্পাদক কাজী মাকসুদুর রহমান বাবুল, কাপ্তাই প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ঝুলন দত্ত, সাবেক সভাপতি কবির হোসেন, প্রোগেসিভ এর ফিন্যান্স এন্ড এডমিন অফিসার সুপ্তি দেওয়ান, কাপ্তাই উপজেলার ফিল্ড অফিসার কোহেলী চাকমা সহ শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। পরে অতিথিরা উভয় দলের মধ্যে ট্রফি বিতরণ করেন।
ফুটবল খেলা পরিচালনা করেন কাপ্তাই উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক স্বপন দাশ।
যুব দিবস উপলক্ষে কাপ্তাইয়ে নারী ফুটবল টুর্নামেন্ট
Previous Articleপানি বন্দি রাঙামাটি ৬ হাজার মানুষ
Next Article ১৭ দিন ধরে পানির নিচে সিম্বল অব রাঙামাটি
এই বিভাগের আরও সংবাদ
সম্পাদকঃ ফজলে এলাহী
নির্বাহী সম্পাদকঃ হেফাজত সবুজ
প্রধান কার্যালয়
পৌর মার্কেট, দ্বিতীয় তলা, পৌরসভা এলাকা, রাঙামাটি-৪৫০০
ফোন : ০১৭১৮৫৪৭৮৭৮, ০১৬১৮৫৪৭৮৭৮।
ইমেইল : pahar24news@gmail.com
পাহাড়ের সংবাদ
আমাদের সম্পর্কে
© 2024 All Rights Reserved pahar24.com. Developed by MicroWeb Technology.