‘যুবদের বাদ দিয়ে দেশকে কখনো সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয় বলে মন্তব্য করেছেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা।
রবিবার রাঙামাটি যুব উন্নয়ন অধিদপ্তরে অনুষ্ঠিত রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ ও রাঙামাটি যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ উদ্দ্যেগে পরিচালিত বিউটিফিকেশন, ড্রাইভিং মেন্টানেন্স, মোবাইল ফোন সার্ভিসিং ও সেলাই প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনকালে চেয়ারম্যান এ মন্তব্য করেন।
রাঙামাটি যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ হাবিউল্ল্যার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন যুব উন্নয়ন অধিদপ্তরের ডেপুটি কো-অর্ডিনেটর রেজাউল হক, বিশেষ অতিথি হিসেবে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য ও যুব উন্নয়ন অধিদপ্তরের আহ্বায়ক চান মুনি তংচঙ্গ্যা, পরিষদের মূখ্য নির্বাহী কর্মকর্তা এস এম জাকির হোসেন, সদর উপজেলার প্রশিক্ষানার্থী মোস্তাক আহম্মেদ ও বিলাইছড়ি উপজেলার প্রশিক্ষানার্থী মুক্তা চাকমা বক্তব্য রাখেন।
জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত প্রশিক্ষনার্থীদের প্রশিক্ষণ শেষে ৩০টি সেলাই মেশিন প্রদানের ঘোষনা দেন চেয়ারম্যান।