সম্প্রতি ফেসবুকে ছড়িয়ে পড়া একটি কথিত যৌথ বিবৃতি’র বিষয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেছেন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি। সংগঠনটির সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক সজীব চাকমার সাক্ষরে পাঠানো এক বিবৃতিতে জানানো হয়, বিবৃতিটি সম্পূর্ণ ভূয়া ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। নীচে বিবৃতিটি হুবুহু তুলে ধরা হলো-
গত ২০ সেপ্টেম্বর ২০২৪, একটি মহল কর্তৃক পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সহ তথ্য ও প্রচার সম্পাদক সজীব চাকমার নাম ও ডিজিটাল স্বাক্ষর নকল করে ‘যৌথ বিবৃতি’ নাম দিয়ে তথাকথিত একটি বিবৃতি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে, যা পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির তথ্য ও প্রচার বিভাগের দৃষ্টি আকর্ষণ করেছে। দীঘিনালা ও খাগড়াছড়িতে জুম্মদের উপর হামলা ঘটনার বর্ণনা দিয়ে উক্ত বিবৃতিতে উল্লেখ করা হয়েছে যে, “পিসিজেএসএস, ইউপিডিএফ এবং ইউপিডিএফ (গণতান্ত্রিক) সম্বলিত হয়ে এই যৌথ বিবৃতির মাধ্যমে এই ঘটনার দৃঢ় প্রতিবাদ জানাচ্ছি”।
বস্তুত: পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি কর্তৃক এই ধরণের কোন বিবৃতি প্রদান করা হয়নি। উক্ত ‘যৌথ বিবৃতি’ নামের বিবৃতিটি সম্পূর্ণ ভূয়া ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। এ বিভ্রান্তিমূলক অপপ্রচারের বিরুদ্ধে জনসংহতি সমিতি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে।