জিয়াউল জিয়া
‘তিন পার্বত্য জেলা জেলায় প্রচুর অর্থকরী ফসল রয়েছে, যেগুলোর রপ্তানিতে প্রচুর সম্ভাবনা আছে। বাংলাদেশের রপ্তানি আয়ের বিশেষ ভুমিকা রাখতে পারবে এই তিন পার্বত্য জেলার কৃষি। বাংলাদেশের কৃষিকে আন্তর্জাতিক বাজারে নিয়ে যেতে আমরা বিভিন্ন কর্মসূচী গ্রহণ করছি।’
বৃহস্পতিবার দুপুরে কমিউনিটি রেডিও স্টেশন এর উদ্বোধন শেষে কৃষি মন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক এসব কথা বলেছেন।
মন্ত্রী আরও বলেন, পার্বত্য অঞ্চলের কৃষকদেরকে সনাতন পদ্ধতির জুম চাষ থেকে বের করে এনে উন্নত চাষাবাদের মাধ্যমে তাদের অর্থনৈতিক স্বচ্ছলতা বাড়াতে হবে। পার্বত্য তিন জেলায় তিনটি বিশেষ হিমাগর স্থাপন করা হবে। যেখানে ফল,ফসল রাখার ব্যবস্থা রাখা হবে। এতে করে কৃষি বেশি লাভবান হবে।
এর আগে সকালে রাঙামাটি নানিয়রচার উপজেলার বাস্তাবায়নাধীন বিভিন্ন প্রদর্শনী প্লট পরিদর্শন স্থানীয় কৃষকদের সাথে এই মত বিনিময় সভায় যোগদেন কৃষি মন্ত্রী।
এ সময় আরও উপস্থিত ছিলেন, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি, রাঙামাটি সংসদ সদস্য ও খাদ্য মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি, কৃষি মন্ত্রণালয়ের সচিব ওয়াহিদ আখতার, পার্বত্য চট্টগ্রাাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা, রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী সহ কৃষি বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
রপ্তানীতে বিশেষ ভূমিকা রাখবে পাহাড়ের কৃষি,আশাবাদ কৃষি মন্ত্রীর
Previous Articleরাজস্থলীতে বজ্রপাতে কলেজ শিক্ষার্থীর মৃত্যু
Next Article মাটিরাঙ্গা প্রেস ক্লাবের ইফতার মাহফিল
এই বিভাগের আরও সংবাদ
সম্পাদকঃ ফজলে এলাহী
নির্বাহী সম্পাদকঃ হেফাজত সবুজ
প্রধান কার্যালয়
পৌর মার্কেট, দ্বিতীয় তলা, পৌরসভা এলাকা, রাঙামাটি-৪৫০০
ফোন : ০১৭১৮৫৪৭৮৭৮, ০১৬১৮৫৪৭৮৭৮।
ইমেইল : pahar24news@gmail.com
পাহাড়ের সংবাদ
আমাদের সম্পর্কে
© 2025 All Rights Reserved pahar24.com. Developed by MicroWeb Technology.