রাঙামাটি জেলা ক্রীড়া সংস্থার নিবন্ধিত ও প্রথম বিভাগ ক্রিকেট লীগের চ্যাম্পিয়ন রফিক স্মৃতি ক্রিকেট ক্লাবের নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়েছে।গত ২০ জানুয়ারি শনিবার আহবায়ক কমিটির এক জরুরি সভায় সংখ্যাগরিষ্ঠ সদস্যদের সিদ্ধান্ত মোতাবেক আগামী ৩ বছরের জন্য সাবেক ক্রিকেটার সাইফুল আলম রাশেদকে সভাপতি ও আরেক সাবেক ক্রিকেটার বেলাল হোসেন সাকুকে সাধারণ সম্পাদক করে ৫ জনের আংশিক কমিটি অনুমোদন করা হয়।সিনিয়র সহ-সভাপতি হিসেবে মো. আবুল হাসনাত মিঠু, সহ-সভাপতি হিমাদ্রী দে হিমেল, সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ান রেজাকে দায়িত্ব দেয়া হয়।
উক্ত সভায় ক্লাবের উপদেষ্টা কমিটি মেয়াদোত্তীর্ণ আহবায়ক কমিটি বিলুপ্ত করে সংখ্যাগরিষ্ঠ সদস্যদের সম্মতিক্রমে নতুন কমিটিকে অনুমোদন প্রদান করে এবং আগামী ০১(এক) মাসের মধ্যে পুর্ণাঙ্গ কমিটি গঠন করার জন্য নির্দেশ প্রদান করে।
(প্রেস বিজ্ঞপ্তি)