নিজস্ব প্রতিবেদক
পবিত্র রবিউল আউয়াল মাসকে স্বাগত জানিয়ে স্বাগত র্যালি করেছে রাঙামাটি জেলা গাউসিয়া কমিটি। বৃহস্পতিবার সন্ধ্যায় রিজার্ভ বাজার জামে মসজিদ থেকে র্যালিটি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে চৌমুহনী চত্বরে এসে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, সকল ঈদের সেরা ঈদ ঈদে মিলাদুন্নবী (দঃ)। প্রিয় নবীজি(দঃ) রবিউল আউয়াল মাসেই দুনিয়ার বুকে আগমন করেন। তাই এই মাস সকল মুমিনের জন্য অত্যন্ত আনন্দ ও খুশির। বক্তারা পবিত্র ঈদে মিলাদুন্নবী (দঃ) উপলক্ষে আগামী শুক্রবার অনুষ্ঠেয় জশনে জুলুছ সফল করার অনুরোধ জানান।
রাঙামাটি জেলা গাউসিয়া কমিটির সাধারণ সম্পাদক মুহাম্মদ আবু সৈয়দের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন জেলা গাউসিয়া কমিটিরসহ সভাপতি হাজী মো. জানে আলম সওদাগর, সহ-সভাপতি আবদুল হালিম ভোলা সওদাগর, যুগ্ম সম্পাদক অধ্যক্ষ আলহাজ্ব মো. আখতার হোসেন চৌধুরী, সহ সাধারণ সম্পাদক হাজী আবদুল করিম খান, দাওয়াতে খায়র সম্পাদক মাওলানা শফিউল আলম আল ক্বাদেরী, প্রচার ও প্রকাশনা সম্পাদক ইয়াছিন রানা সোহেল, সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক উপাধ্যক্ষ মো. মনসুর আলী প্রমুখ। আগামী শুক্রবার জেলা গাউসিয়া কমিটির উদ্যোগে বর্ণাঢ্য জশনে জুলুছে ঈদে মিলাদুন্নবী (দঃ) অনুষ্ঠিত হবে।