অর্ণব মল্লিক, কাপ্তাই
রাঙামাটির কাপ্তাই উপজেলার রাইখালী ইউনিয়নের ডংনালা চন্দনি পাড়া নামক স্থানের মাটির নিচ থেকে পুঁতে রাখা হাতির মরদেহের হাড়গোড় উদ্ধার করেছে বনবিভাগের সদস্যরা। রোববার বেলা ৫টায় বনবিভাগের সদস্যরা উক্ত স্থানে গিয়ে মাটি খনন করে হাতির নিচের ছোয়ালের অংশ, পায়ের হাড্ডিসহ শরীরের বিভিন্ন অংশ উদ্ধার করে।
বিষয়টি নিশ্চিত করে পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বনবিভাগের রাইখালী রেঞ্জ কর্মকর্তা মো. জাহেদুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পাওয়ার পর ওই স্থানে গিয়ে মাটি খনন করে তল্লাশি করা হয়। এবং সেখানে হাতির মরদেহের হাঁড় সহ কয়েকটি অংশ খুঁজে পাওয়া। তিনি আরো জানান, ধারণা করা হচ্ছে স্থানীয় কিছু ব্যক্তি হাতিটি হত্যা করে মাংস ভক্ষণের পর হাড়গুলো ওখানে পুঁতে ফেলে রেখে চলে গেছে। তবে তিনি জানান, এই বিষয়ে বনবিভাগ থেকে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং হাতির মরদেহের অংশগুলো ময়নাতদন্তের জন্য কাপ্তাই পশু হাসপাতালে প্রেরণ করা হয়েছে।