নজরুল ইসলাম লাভলু
কাপ্তাই পাল্পউড বাগান বিভাগ কর্তৃপক্ষ ও বিজিবি যৌথ অভিযান চালিয়ে পিকআপসহ ২৩০ ঘনফুট জ্বালানি কাঠ উদ্ধার করা হয়েছে। গত শনিবার বিকালে উপজেলাধীন রাইখালীর ভালুকিয়া থেকে রাঙ্গুনিয়া পাচারকালে জ্বালানি কাঠগুলি উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া জ্বালানি কাঠের বর্তমান বাজার মূল্য প্রায় ৪৫ হাজার টাকা বলে জানা গেছে।
রাইখালী রেঞ্জ কর্মকর্তা জাহিদুল ইসলাম জানান, পাচারকারী একটি সিন্ডিকেট পিকআপ ভর্তি করে জ্বালানি কাঠ পাচার করার প্রস্তুতি নিচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে রাইখালী রেঞ্জের বনকর্মী ও বিজিবি যৌথ অভিযান চালিয়ে একটি পিকআপ ভর্তি জ্বালানি কাঠগুলো জব্দ করা হয়। এসময় পিকআপ চালকসহ পাচারকারী দলের কাউকে পাওয়া যায়নি। জব্দ করা জ্বালানি কাঠসহ পিকআপটি রাইখালী রেঞ্জে আনা হয়েছে। এবিষয়ে একটি বন মামলা দায়ের করা হয়েছে।
প্রসঙ্গত, ঈদকে সামনে রেখে রাইখালীতে একাধিক পাচারকারী সিন্ডিকেট জ্বালানি কাঠসহ মূল্যবান বনজ দ্রব্য পাচারে তৎপর রয়েছে বলে স্থানীয় বিভিন্ন সূত্র জানায়।