কাপ্তাই প্রতিনিধি
রাউজান উপজেলার চট্টগ্রাম- কাপ্তাই সড়কের বৈজ্জালী গেইট নামক এলাকায় দাঁড়িয়ে থাকা বালুবাহী ট্রাকের সাথে মোটরসাইকেল এর সংঘর্ষের ঘটনায় কাপ্তাই ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সে ফায়ার ফাইটার পদে কর্মরত জয় চৌধুরী (২৯) এবং তাঁর সাথে থাকা অন্তু তালুকদার (২২) নামের আরেকজন যুবকসহ দুইজন নিহত হয়েছে।
বৃহস্পতিবার (১৩ জুলাই) রাত ৮টা ৩০ মিনিট এর দিকে এই দুর্ঘটনা ঘটেছে। নিহত যুবক জয় চৌধুরী চট্টগ্রাম এর বোয়ালখালী উপজেলার মন্টু চৌধুরীর ছেলে এবং অন্তু তালুকদার রাঙ্গুনিয়া উপজেলার পোমরা শান্তির হাট এলাকার দোলন তালুকদার এর ছেলে এবং সম্পর্কে তারা দুইজনই মামাতো ভাই হয়।
ঘটনাসূত্রে জানা যায়, একটি বিবাহ অনুষ্ঠানের বাজার করতে তারা দুইজন একসাথে মোটরসাইকেল নিয়ে বের হয়েছিলেন। এসময় বর্ণিত স্থানে সড়ক দুর্ঘটনাটি ঘটলে স্থানীয়রা তাদের রক্তাত্ত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে। সেখানে দায়িত্বরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করে।
চট্টগ্রাম মেডিকেল এন্ড কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক নুরুল আলম আশিক সাংবাদিকদের নিহতদের বিষয়টি নিশ্চিত করেছেন। এবং এবিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে বলে তিনি জানান।
এদিকে কাপ্তাই ফায়ার সার্ভিস এর স্টেশন কর্মকর্তা মোঃ শাহাদাৎ হোসেন জানান, দুই দিনের ছুটি নিয়ে বাড়ি গিয়েছিলো ফায়ার ফাইটার জয় চৌধুরী। পরে আমরা তাঁর মৃত্যুর খবরটা পেয়ে জয়ের পরিবারের সাথে যোগাযোগ করেছি। এঘটনায় আমরা কাপ্তাই ফায়ার স্টেশনের সকলেই মর্মাহত।