দেশের অন্যতম বামপন্থী যুব সংগঠন বাংলাদেশ যুব ইউনিয়নের ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা অনুষ্ঠান কর্মসূচি পালন করছে রাঙামাটি জেলা যুব ইউনিয়ন। সোমবার, বিকাল ৪ ঘটিকায় শহরের কাঁঠালতলীস্থ জেলা অস্থায়ী কার্যালয়ে এ কর্মসূচি পালিত হয়।
জেলা যুব ইউনিয়নের সভাপতি মিল্টন বিশ্বাসের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক সোহেল সাহার সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা যুব ইউনিয়নের সাবেক সভাপতি জিসান বখতেয়ার, জেলা সিপিবি নেতা আশীষ দাশ, সাংস্কৃতিক সম্পাদক..আশীষ দেব, কোষাধ্যক্ষ বিপ্লব পাল, সহ সাধারণ সম্পাদক শংকর দে সহ অন্যান্য নেতৃবৃন্দ।
উক্ত অনুষ্ঠানে বক্তারা বলেন, ‘১৯৭৬ সালে এই দিনে বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা ও অগণতন্ত্রিক সামরিক স্বৈরাচারী কায়দায় রাষ্ট্র পরিচালনার বিরুদ্ধে গণতন্ত্র প্রতিষ্ঠা ও যুবদের অধিকার আদায়ের লক্ষে বাংলাদেশ যুব ইউনিয়ন প্রতিষ্ঠা হয়েছিলো।’ বক্তারা আরও বলেন, ‘আজ আমরা এমন এক সময়ে প্রতিষ্ঠাবার্ষিকীর দিনটি পালন করছি, যখন মানুষের দেয়ালে পিঠ ঠেকে গেছে। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতি, বেকার সমস্যা, ভোটাধিকার খর্ব, নিরাপত্তাহীনতাসহ নানা মাত্রিকভাবে মানুষ আজ অধিকার বঞ্চিত ও বঞ্চনার শিকার। অথচ সরকার মানুষকে উন্নয়নের বাণী শুনিয়ে যাচ্ছে। কিন্তু সাধারণ মানুষ তো মানুষ মারার উন্নয়ন চান না। তারা খেয়ে-পরে বাঁচতে চান। এ পরিস্থিতি থেকে মুক্তির জন্য লড়াই, সংগ্রামের বিকল্প নেই। রাজপথই আমাদের অধিকার রক্ষায় অগ্রসর করবে।(বিজ্ঞপ্তি)