নিজস্ব প্রতিবেদক
জাতীয় ক্রীড়া পরিষদ অনুমোদিত রাঙামাটি জেলা ক্রীড়া সংস্থার নতুন অ্যাডহক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে।রবিবার (৭ সেপ্টেম্বর) বিকাল ৪টায় রাঙামাটি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও রাঙামাটি পার্বত্য জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মোহাম্মদ হাবিব উল্লাহ (মারুফ)।
এসময় রাঙামাটি জেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির সদস্য মো. সফিকুল ইসলাম চৌধুরী, নির্মল বড়ুয়া মিলন, আবু সাদাত মো. সায়েম, মোহাম্মদ আলী পাটোয়ারী, সৈয়দ হেফাজত-উল-বারী (সবুজ), হৃদয় চাকমা ও জেলা ক্রীড়া কর্মকর্তা ও সদস্য সচিব হারুন অর রশিদ উপস্থিত ছিলেন।
এছাড়া জাতীয় ক্রীড়া পরিষদের ২৭ আগষ্ট-২০২৪ ইংরেজি তারিখের প্রজ্ঞাপন এর সার্কুলার মোতাবেক সভাপতির অনুমতিক্রমে সহযোগিতা/পরামর্শের জন্য সভায় উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানানো হয় রাঙামাটি জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রুহুল আমীন হওলাদার, রাঙামাটি জেলা ক্রীড়া সংস্থার সাবেক সহ-সভাপতি জেলা বিএনপির সাধারণ সম্পাদক ক্রীড়া সংগঠক এড. মামুনর রশিদ মামুন, জেলা ফুটবল এসোসিয়েশন (ডিএফএ) এর সহসভাপতি রাঙামাটি সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ক্রীড়া সংগঠক আবুল বাসেত অপু,ছদক ক্লাবের সভাপতি প্রীতিময় চাকমা, ছাত্র প্রতিনিধি ও রাঙামাটি সরকারি কলেজের ছাত্রদলের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম শাকিল এবং জেলা ক্রীড়া সংস্থার অফিস সচিব আব্দুল করিম লালু প্রমুখ।
রাঙামাটি জেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির প্রথম সভায় পরিচিতি পর্ব,খেলোয়াড় হোস্টেল নির্মাণ সংক্রান্ত, দোকান ভাড়ার চুক্তি নবায়ন ও পুকুর লিজ সংক্রান্ত, জেলা ক্রীড়া সংস্থার কর্মচারীদের বেতন বৃদ্ধি সংক্রান্ত এবং বিবিধ বিষয়ে আলোচনা হয়

