জিয়াউল জিয়া ॥
রাঙামাটি সদর অবৈধবভাবে বালু উত্তোলন ও উত্তোলনকৃত বালু মজুদের অভিযোগে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে আর্থিক জরিমানা প্রদান করা হয়েছে। রবিবার বিকেলে উপজেলা সদরের মানিকছড়ি মুখ এলাকায় এই মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার রিফাত আসমা।
অভিযানকালে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, মগবান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পুষ্প রঞ্জন চাকমা উপস্থিত ছিলেন।
রাঙ্গামাটি উপজেলা নির্বাহী অফিসার রিফাত আসমা বলেন, অবৈধ বালু উত্তোলন ও বিপণনের প্রস্তুতির সত্যতা পাওয়ার পর ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অপরাধী ফাহিমকে (২৫) বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী এক লাখ টাকা অর্থদ- প্রদান করা হয়।
প্রশাসনের পক্ষ থেকে কাপ্তাই হ্রদে এই ধরনের অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে ভবিষ্যতেও অভিযান অব্যাহত রাখার কথা জানান তিনি।

