নিজস্ব প্রতিবেদক ॥
রাঙামাটিতে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. নাসির উদ্দিন(৪০) নামে একজনকে আটক করেছে পুলিশ। এসময় মাদক বিক্রয়ের ৫৬,৫০০/-টাকা উদ্ধার করা হয়। বৃহস্পতিবার তাঁকে আটক করা হয়।
পুলিশ জানায়, বৃহস্পতিবার রিজার্ভ বাজার এলাকার মহসিন কলোনিতে মাদক কেনাবেচা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালায়। অভিযানে মাদক বিক্রেতা নাসিরকে আটক করতে সক্ষম হয় পুলিশ। এসময় পরিহিত হুডির সামনের পকেটের ভিতর হতে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রয়ের ৫৬,৫০০/-টাকা উদ্ধার করা হয়।
কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সাহেদ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে।