ইয়াছিন রানা সোহেল
রাঙামাটিতে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে অ্যাথলেটিকস প্রতিযোগিতা-২০২৪ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে বীর মুক্তিযোদ্ধা শহীদ আব্দুস শুক্কুর স্টেডিয়ামে জেলা মহিলা ক্রীড়া সংস্থার আয়োজনে অ্যাথলেটিকস প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা মহিলা ক্রীড়া সংস্থার সভাপতি ও যুগ্ম জেলা জজ রিজোয়ানা রশীদ।
পরে দুপুরে প্রধান অতিথি হিসেবে অ্যাথলেটিকস প্রতিযোগিতার বিজয়ী খেলোয়াড়দের মাঝে পুরস্কার প্রদান এবং বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম ও অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ও আইসিটি) নাসরীন সুলতানা।
এসময় সাবেক জেলা শিক্ষা অফিসার অঞ্জুলিকা খীসা, জেলা মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নিরুপা দেওয়ান, সাবেক জেলা পরিষদ সদস্য মনোয়ারা আক্তার জাহানসহ মহিলা ক্রীড়া সংস্থার বীনা প্রভা চাকমা, বৈশালী রায়, তন্দ্রা চাকমাসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
প্রতিযোগিতায় গোলক ও চাকতি নিক্ষেপে রাঙামাটি সদরের অংমাজাই মার্মা ও প্রশস্তি চাকমা, ১০০ মিটার দৌড়ে জুরাছড়ির অনুশ্রী চাকমা, ২০০ মিটার দৌড় ও উচ্চ লাফে কাউখালীর পুর্ণি চাকমা, দীর্ঘ লাফে কাউখালীর অবন্তি চাকমা, ৪০০ মিটার দৌড়ে কাউখালীর ক্রানুচিং মার্মা এবং রীলেতে কাউখালী উপজেলা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন। প্রতিযোগিতায় জেলার দশ উপজেলার প্রায় শতাধিক প্রতিযোগী বিভিন্ন ডিসপ্লেতে অংশ গ্রহন করেন।