জিয়াউল জিয়া
রাঙামাটিতে আইনশৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় রাঙামাটির জেলা প্রশাসাক মোহাম্মদ মোশারফ হোসেন খানের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন পুলিশ সুপার মাীর আবু তৌহিদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আব্দুল্লাহ আল মাহমুদ, পৌরসভার মেয়র আকবর হোসেন চৌধুরীসহ উপজেলা নির্বাহী অফিসারগণ, বিভিন্ন অফিসের প্রধান ও জনপ্রতিনিধিগন সভায় উপস্থিত ছিলেন।
সভায় বলা হয়, গত মাসে জেলায় ৪৩টি অপরাধ সংঘটিত হয়েছে। মাদকের বিরুদ্ধে ৩২টি অভিযান পরিচলানা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর রাঙামাটি। বন বিভাগের অভিযানে ৫৩ লাখ ৯৭ হাজার টাকার কাঠ জব্দ করা হয় এবং ১৫ ব্যক্তিকে আটক করা হয়। জেলায় ডেঙ্গু পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণে রয়েছে। তাই এই বিষয়ে সকলে সচেতন থাকার অনুরোধ জানানো হয়।
জেলা শহরের বিভিন্ন এলাকায় কিশোর গ্যাং এর বিরুদ্ধে পুলিশের অভিযানকের সবাই স্বাগত জানিয়ে মাদকের বিরুদ্ধে আরও জোরালো অভিযানের অনুরোধ জানানো হয়। শহরের বিভিন্ন সড়কে যত্রতত্র সিএনজি রাখায় শহরে যানজটের সৃষ্টি হচ্ছে। এই বিষয়ে পুলিশের জোরালো ভূমিকার দাবি উঠে। কাপ্তাই হ্রদে ৯ ইঞ্চির নিচে মাছ বাজারে বিক্রির বিষয়ে মোবাইল কোর্ট পরিচালনার সিদ্ধান্ত গৃহীত হয়। আসন্ন দুর্গাপূজা সুন্দরভাবে শেষ করার বিষয়ে সকলের সহযোগিতা চাওয়া হয় সভা থেকে।
পুলিশ সুপার মীর আবু তৌহিদ জানান, পর্যটকদের সুবিধার কথা বলে অনেক হোটেলে মাদকবিক্রি ও এই সাথে অন্যান্য অপরাধ বৃদ্ধি পাচ্ছে। আমরা তাদের তালিকা তৈরির কাজ করছি। যদি তারা এসব কাজ বন্ধ না করে তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবো। তিনি আরও বলেন, মাদকের বিষয়ে জেলা পুলিশ জিরো টলারেন্সে নীতি অবলম্বন করছে। শুধু আইন করে অপরাধ বন্ধ করা যাবে না। সেই ক্ষেত্রে অভিভাবকদের তার সন্তানের প্রতি খেয়াল রাখতে হবে। কোথায় কার সাথে মিশছে। সন্ধ্যার পর অল্প বয়সী বাচ্চাদের ঘোরাফেরা নিয়ন্ত্রণে পুলিশ কাজ করছে।
তিনি আরও বলেন, জেলায় আগস্ট মাসে চুরি খুন ও অস্ত্র আইনে একটি করে মামলা রয়েছে। মাদকদ্রব্য আইনে ২৩টি, নারী ও শিশু নির্যাতন আইনে ৪টি, অন্যান্য ১২টিসহ মোট ৪৩টি অপরাধ সংঘটিত রয়েছে। এছাড়া জুলাই মাসের তুলায় দুইটি মামলা আগস্ট মাসে বৃদ্ধি পেয়েছে।
জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান বলেন, আসন্ন দুর্গাপূজায় সুষ্ঠুভাবে শেষ করার যা করণীয় সব কিছু করার বিষয়ে সকলকে নির্দেশনা দেন। একই সাথে আলোচ্যবিষয়গুলো নিয়ে দ্রæত কাজ করার সকল বিভাগকেও নিদের্শনা দেয়া হয়।