নিজস্ব প্রতিবেদক
মাদক ও সন্ত্রাসের করাল গ্রাসে সমাজের অশান্তির ছায়া নেমে আসে। একটি সমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করার জন্য প্রয়োজন সুশৃঙ্খল জীবন ব্যবস্থা। মহানবী (দঃ) এর পদাঙ্ক অনুসরণের মাধ্যমে সমাজে শান্তি সম্প্রীতি বজায় রাখা সম্ভব বলে মন্তব্য করেন আহলে সুন্নাত ওয়াল জমা’আতের চেয়ারম্যান শায়খুল হাদীস মাওলানা কাজী মুহাম্মদ মঈন উদ্দিন আশরাফী।
পবিত্র ঈদে মিলাদুন্নবী (দঃ) ও ফাতেহায়ে ইয়াযদাহুম উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শনিবার সকালে রাঙামাটি প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত মাহফিলের আয়োজন করেছে আহলে সুন্নাত ওয়াল জমা’আত রাঙামাটি জেলা। এতে প্রধান অতিথি ছিলেন আহলে সুন্নাত ওয়াল জমা’আত এর চেয়ারম্যান শায়খুল হাদীস মাওলানা কাজী মুহাম্মদ মঈন উদ্দিন আশরাফী। প্রধান আলোচক ছিলেন সাউদার্ন ইউনিভার্সিটির সহযোগী অধ্যাপক ড. মাওলানা মুহাম্মদ জালাল উদ্দিন আল-আযহারী।

রাঙামাটি জেলা আহলে সুন্নাত ওয়াল জমা’আতের সভাপতি মাওলানা আনোয়ারুল মুস্তফা হেজাজী’র সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাওলানা মোহাম্মদ আখতার হোসেন চৌধুরীর সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন রাঙামাটি সুন্নী ওলামা পরিষদের সভাপতি মাওলানা শফিউল আলম আল ক্বাদেরী, রাঙামাটি সিনিয়র মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা সিরাজুল ইসলাম, জেলা গাউসিয়া কমিটির সদস্য সচিব মো. শামীম জাহাঙ্গীর, জেলা আহলে সুন্নাতের সহ সাধারণ সম্পাদক মাওলানা হাফেজ সুলতান মাহমুদ আল ক্বাদেরী, শহিদ আবদুল আলী একাডেমি পরিচালনা কমিটির শিক্ষানুরাগী সদস্য মো. জসিম উদ্দিন ঠিকাদার প্রমুখ।
এছাড়াও স্থানীয় ওলামায়ে কেরাম, আহলে সুন্নাতের নেতৃবৃন্দ, সামাজিক-রাজনৈতিক-ধর্মীয় ব্যক্তিবর্গ ও সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

