নিজস্ব প্রতিবেদক
বর্ণিল আয়োজনে রাঙামাটিতে অনুষ্ঠিত হয়েছে এনটিভির ২১ তম প্রতিষ্ঠাবার্ষিকী। সোমবার সকালে রাঙামাটি জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে একটি র্যালি বের হয়ে শহর প্রদক্ষিন করে বনরূপায় গিয়ে শেষ হয়।
র্যালিতে রাঙামাটি পৌরসভার প্যানেল মেয়র কালায়ন চাকমা, রাঙামাটি দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ওমর ফারুক,রাঙামাটি রিপোর্টার্স ইউনিটির সভাপতি সুশীল প্রসাদ চাকমা,জেলা স্কাউটের সাধারন সম্পাদক নুরুল আবছার,সুশাসনের জন্য নাগরিক-সুজন’র জেলা সম্পাদক জিসান বখতেয়ার,রাঙামাটি জেলা অটোরিক্সা শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক মিজানুর রহমান বাবু এবং রাঙামাটি জেলা বিএনপির সাধারন সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশীদসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষজন অংশ নেন।
র্যালিতে ছিলেন জেলা যুবদলের সিনিয়র যুগ্ম সম্পাদক নাজিমউদ্দিন, বাংলাদেশ যুব ইউনিয়নের সভাপতি মিল্টন বিশ^াস, জেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক সুলতান মাহমুদ বাপ্পা, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক বেলাল হোসেন সাকু,তরুন উদ্যোক্তা ও দোল রেস্টুরেন্টের স্বত্ত্বাধিকারি নুর তালুকদার মুন্না ও গালিব হাসান,দৈনিক সমকাল ও একুশের টিভির সাংবাদিক সত্রং চাকমা,সিনিয়র সাংবাদিক চৌধুরী হারুনুর রশীদ,সময় টিভির স্টাফ রিপোর্টার হেফাজত সবুজ,রাঙামাটি রিপোর্টার্স ক্লাবের কোষাধ্যক্ষ কাইমুল ইসলাম ছোটন,ঢাকা পোস্টের প্রতিনিধি মিশু মল্লিক, ডেইলি ইন্ড্রাস্টির প্রতিনিধি মোহাম্মদ শাহ আলম প্রমুখ।
র্যালিতে অংশগ্রহণকারিরা রাঙামাটিবাসির পক্ষ থেকে এনটিভিকে শুভেচ্ছা জানিয়ে শ্লোগান দেন এবং এনটিভির আরো দীর্ঘ পথচলায় শুভকামনা জানান।
এনটিভির রাঙামাটির স্টাফ করেসপন্ডেন্ট ফজলে এলাহী,দেশের জনপ্রিয় স্যাটেলাইট চ্যানেল এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনে অংশ নেয়া সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।