নিজস্ব প্রতিবেদক
ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে রাঙামাটি জেল প্রশাসনের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে জেলা প্রশাসনের সম্মেলন এই সভা অনুষ্ঠিত হয়।
আলোচনায় সভায় প্রধান অতিথি সংসদ সদস্য দীপংকর তালুকদার, আরও উপস্থিত ছিলেন রাঙামাটির জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান, পুলিশ সুপার মীর আবু তৌহিদ, স্থানীয় প্রকৌশল বিভাগের নির্বাহী প্রকৌশলী আহম্মদ শফিসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীরা বৃন্দ।
আলোচনা সভায় বক্তারা বলেন, ১৯৭১ সালের ২৫ মার্চ কালরাতে নিরস্ত্র বাঙালিদের ওপর পাকিস্তানি হানাদার বাহিনীর বর্বর গণহত্যার পর অস্থায়ী সরকার গঠন করা হয়।
১৭ এপ্রিল আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতারা মেহেরপুরের বৈদ্যনাথতলায় আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের অস্থায়ী সরকার গঠন করা হয়। যা পর এটির নাম পরিবর্তন করে মুজিবনগর রাখা হয়।
এ দিন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি ঘোষণা করা হয়। বঙ্গবন্ধুর অবর্তমানে সৈয়দ নজরুল ইসলাম ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হন।
এই অস্থায়ী সরকারের নেতৃত্বে ১৬ ডিসেম্বর মুক্তিযুদ্ধে বিজয় অর্জিত হয়।
বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের ইতিহাস বৃকিতি নিয়ে নানা ষড়যন্ত্র রয়েছে। তা এখনো চলমান রয়েছে। এই বিষয়ে সকলকে সচেতন থাকতে হবে।