ডেস্ক রিপোর্ট ॥
বাংলাদেশ পুলিশের ‘ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি)’ পদে রাঙামাটিতে অনুষ্ঠিতব্য পরীক্ষার তারিখ পরিবর্তন করা হয়েছে। অনিবার্য কারণবশত বাংলাদেশ পুলিশের “ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি)” পদে নিয়োগ পরীক্ষা সেপ্টেম্বর-২০২৪ খ্রিঃ এর রাঙ্গামাটি পার্বত্য জেলার পরীক্ষার্থীদের মাঠ পর্যায়ের পরীক্ষা (কাগজপত্র যাচাই, শারীরিক মাপ ও শারীরিক সক্ষমতা যাচাই) আগামী ২৫, ২৬ ও ২৭ অক্টোবর ২০২৪ খ্রিঃ এর পরিবর্তে ২৯, ৩০ ও ৩১ অক্টোবর ২০২৪ খ্রিঃ তারিখে অনুষ্ঠিত হবে।
রাঙামাটি পার্বত্য জেলার “ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি)” পদে নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণকারী সকল পরীক্ষার্থীদের আগামী ২৯, ৩০ ও ৩১ অক্টোবর ২০২৪ খ্রিঃ তারিখ সার্কুলারে উল্লেখিত সকল প্রয়োজনীয় কাগজপত্রসহ যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হলো।