শুভ্র মিশু
পুলিশ জনতা ঐক্য করি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি স্লোগান নিয়ে রাঙামাটিতে উদযাপিত হলো কমিউনিটি পুলিশিং ডে। শনিবার সকালে কোতোয়ালী থানা প্রাঙ্গণে দিবসটি উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে রাঙামাটি জেলা পুলিশ।
আলোচনা সভায় রাঙামাটির পুলিশ সুপার মীর আবু তৌহিদ এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন রাঙামাটির জেলা প্রশাসক মোহাম্মদ মোশাররফ হোসেন খান। বিশেষ অতিথি ছিলেন রাঙামাটি এপিবিএন এর সহ-অধিনায়ক মো. তারিকুল ইসলাম, রাঙামাটি পৌরসভার মেয়র আকবর হোসেন চৌধুরীসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ। এতে কমিউনিটি পুলিশিং এর সদস্যবৃন্দ, জনপ্রতিনিধিবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্ত্যরা বলেন, কমিউনিটি পুলিশিং সমাজের মানুষকে পুলিশের কাছে যেতে বিশ্বাস বাড়ায়। যার মাধ্যমে পুলিশ জনতা একসাথে মিলে কাজ করতে পারে। এর মাধ্যমে সমাজের অপরাধ নিরাময় সহজ হয়েছে এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হয়েছে। কমিউনিটি পুলিশিং এর মাধ্যমে রাঙামাটিতে মাদক, কিশোর গ্যাংসহ সামাজিক অপরাধ কমিয়ে আনা সম্ভব হয়েছে। এটাই হলো কমিউনিটি পুলিশিং এর সফলতা।
এছাড়াও বক্তারা সন্ধ্যার পর সন্তান কোথায় যায় তা অভিভাবকদের খেয়াল রাখার আহবান জানান এবং সকলকে সরকারি পেনশন স্কিমে অংশগ্রহণ করার পরামর্শ দেন। পরবর্তীতে কমিউনিটি পুলিশিং এ বিশেষ অবদানের জন্য দুইজনকে সম্মাননা দেওয়া হয়।