নিজস্ব প্রতিবেদক ॥
রাঙাামাটিতে কম্পিউটার প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ বিতরণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সম্মেলন কক্ষে বাংলাদেশ কারিগরি বোর্ডের অনুমোদিত ও কম্পিউটার পার্কের উদ্যোগে পরিচালিত অফিস অ্যাপ্লিকেশন কোর্সের প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা।
কম্পিউটার পার্কের এইচআরবিভাগের প্রধান নয়ন দাশের সভাপতিত্বে ও চৈতি ঘোষের সঞ্চালনায় এতে আরো উপস্থিত ছিলেন রাঙামাটি প্রেসক্লাবের সভাপতি সাখাওয়াত হোসেন রুবেল, কম্পিউটার পার্কের ডিরেক্টর পঙ্কজ শীল ও সিইও শংকর শীল।
এসময় প্রধান অতিথির বক্তব্যে চেয়ারম্যান নিখিল কুমার চাকমা বলেন, আগামী প্রজন্ম আইসিটি বিষয়ে দক্ষ না হলে ভবিষ্যতে কোথাও টিকে থাকতে পারবে না। বর্তমানে সবক্ষেত্রে আইসিটির প্রভাব বিদ্যমান। একজন শিক্ষার্থী ভবিষ্যতে ভালো চাকরি কিংবা ব্যবসা যাই করুক না কেন আইসিটি বিষয়ে দক্ষ হতে হবে, না হলে সময়ের ব্যবধানে সে পিছিয়ে পড়বে। প্রধানমন্ত্রী স্মার্ট বাংলাদেশ গঠনের কাজ শুরু করেছেন, ডিজিটাল বাংলাদেশের পর এখন স্মার্ট বাংলাদেশ গঠনে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
আলোচনা সভা শেষে ৪০ প্রশিক্ষণার্থীর মাঝে সনদ ও ক্রেস্ট বিতরণ করা হয়।