নিজস্ব প্রতিবেদক ॥
রাঙামাটিতে কালবেলা পত্রিকার ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। বুধবার বিকাল সাড়ে ৩টায় রাঙামাটি জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও কেককাটা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন রাঙামাটির জেলা প্রশাসক মোহাম্মদ মোশাররফ হোসেন খান। এতে দৈনিক কালবেলা রাঙামাটি জেলা প্রতিনিধি মিশু দে’র সঞ্চালনায় শুভেচ্ছা জানিয়ে আরো বক্তব্য রাখেন রাঙামাটি প্রেসক্লাব সভাপতি সাখাওয়াত হোসেন রুবেল, দৈনিক রাঙামাটি পত্রিকার সম্পাদক আনোয়ার আল হক, রাঙামাটি জেলা ক্রীড়া সংস্থার সাবেক অতিরিক্ত সাধারণ সম্পাদক আবু সাদাৎ মোহাম্মদ সায়েম, সুশাসনের জন্য নাগরিক (সুজন)এর সাধারণ সম্পাদক এম জিসান বখতিয়ার, রাঙামাটি সাংবাদিক ফোরামের সভাপতি নন্দন দেবনাথ, রাঙামাটি সাংবাদিক সমিতির সভাপতি সৈকত রঞ্জন চৌধুরী।
অনুষ্ঠানে চ্যানেল আই রাঙামাটি প্রতিনিধি মনসুর আহমেদ, বাংলাদেশ প্রতিদিনের রাঙামাটি প্রতিনিধি ফাতেমা জান্নাত মুমু, দৈনিক বর্ণিক বার্তার রাঙামাটি প্রতিনিধি প্রান্ত রনি, দেশ টিভির রাঙামাটি প্রতিনিধি মিশু মল্লিক, দৈনিক পার্বত্য চট্টগ্রামের আলোকচিত্রী তৌসিফ মান্নানসহ রাঙামাটি জেলায় কর্মরত সাংবাদিক ও বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এতে বক্তারা বলেন, কালবেলা পত্রিকা দুই বছরে পাঠকের মন জয় করেছে। জনদুর্ভোগের চিত্র তুলে ধরেছে যা সরকারের বিভিন্ন মহলে নজরে এসেছে এবং কার্যকর পদক্ষেপ নেয়া হয়েছে। কালবেলার এই জনমুখী লিখনী অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন বক্তারা।