শুভ্র মিশু ॥
রাঙামাটি শহরের বিভিন্ন জায়গায় আড্ডারত অবস্থা থেকে ৩৭ কিশোরকে আটক করে আবার রাতে পরিবারের জিম্মায় ছেড়ে দিয়েছে কোতয়ালী থানা পুলিশ। কিশোর গ্যাং সৃষ্টি ও কিশোরদের বকাটেপনা থেকে সরিয়ে আনতে এটি সচেতনতামূলক অভিযান বলছে পুলিশ।
রবিবার রাত ৮টা থেকে ১০টা পর্যন্ত শহরের কাঁঠালতলী, বনরূপা ফরেস্ট রোড, ট্রাইবেল আদম, কালিন্দিপুর, স্টেডিয়াম, হাসপাতাল ও কলেজ গেইট এলাকা থেকে ৩৭ কিশোরকে আটক করা হয়।
কোতয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফুল আমিন জানান, রাতের বেলা বাইরে থেকে আড্ডা দেওয়া, মোবাইলে গেইম খেলা, মাদক সেবন করা ছাড়াও অন্যান্য অপরাধের সাথে যেন শিশু কিশোররা জড়াতে না পারে এবং বিশেষ করে কিশোর গ্যাং সৃষ্টি করতে না পারে তাই এই প্রতিরোধমূলক ব্যবস্থা ও অভিযান। রাতেই আটক এই সকল শিশু-কিশোরদের অভিভাবকদের মুচলেকা নিয়ে তাদের জিম্মায় ছেড়ে দেওয়া হয় এবং অভিভাবকদের সচেতন করা হয় যাতে তাদের সন্তানরা কোথায় যাচ্ছে কি করছে সে বিষয়ে খবর রাখে ও রাতে প্রয়োজন ছাড়া যাতে ঘর থেকে বের হতে না দেয়। তিনি আরো জানান, এই অভিযান অব্যাহত থাকবে।