জিয়াউল জিয়া
রাঙামাটিতে বন্যা ও জলাবদ্ধতার কারণে পানিতে তলিয়ে গেছে ২ হাজার ১০০ হেক্টর ফসলি জমি। এরমধ্যে বাঘাইছড়ি, লংগদু ও নানিয়ারচরে বেশি কৃষি জমি নষ্ট হয়েছে। যার আর্থিক ক্ষতি প্রায় ৪৪ কোটি টাকা বলে জানা গেছে।
রাঙামাটি অঞ্চলের অতিরিক্ত পরিচালক তপন কুমার পাল জানান, এই বন্যায় জেলায় প্রায় ২ হাজার ১০০ হেক্টর ফসলি জমি নষ্ট হয়েছে। এতে প্রায় ১১ হাজার কৃষিক ক্ষতিগ্রস্ত হয়েছে। আউশ, আম, গীষ্মকালীন সমজি, আদা, হলুদসহ বেশকিছু ফসল। এতে আর্থিক ক্ষতি প্রায় ৪৪ কোটি টাকার মতো।
তিনি আরও জানান, বাঘাইছড়ি উপজেলায় ১ হাজার ৩৪১, লংগদু ৩০৫, নানিয়চর ১২৬.৬, সদর ৯৭.৭৯, বরকল ৪৮, কাউখালী ৪৭, জুরাছড়ি ৪৭.২, বিলাইছড়ি ৪৪, কাপ্তাই ৪৩ হেক্টর ফসমি জমি ক্ষতিগ্রস্ত হয়। পানি কমে আসলে ক্ষতিগ্রস্ত জমিতে বোরো, ভূট্টা, সরিষা, সূর্যমুখীর সাথে শীতকালীন সবজি হিসেবে ফুলকপি, বাধাকপি, বেগুন, টমেটোসহ আরও অনেক সবজি ক্ষতিগ্রস্ত জমিতে আগাম ফসল চাষাবাদের পরিকল্পনা নেয়া হয়েছে।
রাঙামাটি জেলা প্রশাসনের তথ্য মতে, পানি কমতে শুরু করলেও এখনো পানি বন্দি প্রায় ১৫ হাজার মানুষ।