রাঙামাটি শহরের আসামবস্তি এলাকায় শাপলা নারী উন্নয়ন ফাউন্ডেশনের আয়োজনে সোমবার চক্ষু চিকিৎসার ক্যাম্প আয়োজন করা হয়েছে। এতে বিভিন্ন জনগোষ্ঠীর নারী-পুরুষ মিলে ৯০ চক্ষু রোগী চিকিৎসা গ্রহণ করেছে। রাঙামাটি পৌরসভার মেয়র সাইফুল ইসলাম চৌধুরী (ভুট্টো) প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন করেন। এই সময় বিশেষ অতিথি ছিলেন পৌর কাউন্সিলর ও সাবেক প্যানেল মেয়র রবিউল আলম (রবি) পৌর কাউন্সিলর ডাঃ শিব প্রসাদ মিশ্র, সাবেক পৌর মহিলা কমিশনার পূর্ণিমা বেগম (সোমা), এবং ট্রিটমেন্ট চক্ষু হাসপাতাল, চট্টগ্রামের মেডিকেল অফিসার এবং বঙ্গবন্ধু মেডিকেল কলেজের ডাঃ সন্তোষ কুমার সাহা প্রমুখ।
শাপলা নারী উন্নয়ন ফাউন্ডেশনের সভাপতি মিতা দাশের সভাপতিত্বে উদ্বোধনী সভায় প্রধান অতিথি সাইফুল ইসলাম চৌধুরী (ভুট্টো) ফাউন্ডেশনের এই মহতি কর্মকান্ডের ওপর সন্তোষ প্রকাশ করে বলেন, দেশে প্রতিটি সেবামূলক প্রতিষ্ঠানসমূহ এই ধরণের উদ্যোগ গ্রহণ করলে সমাজের অনেক উপকার হয়। তিনি শাপলা নারী উন্নয়ন ফাউন্ডেশনের কল্যানমূলক কর্মসূচিতে তাঁর সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন। উদ্বোধনী সভার সঞ্চালক ও সার্বিক বিষয়ে দায়িত্ব পালন করেন শাপলা নারী উন্নয়ন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মো:নাছির উদ্দীন। (বিজ্ঞপ্তি)