হেফাজত সবুজ ॥
গেল তিনদিন ধরে রাঙামাটিতে চলছে ভারী বর্ষণ। এতে বেড়েছে পাজাড় ধেেস শঙ্কা। স্থানীয় আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের তথ্য বলছে রবিবার সকাল ছয়টা হতে বেলা দুইটা পর্যন্ত ৭১ মিরিমিটার বৃষ্টিপাত হয়েছে। এই ভারী বর্ষণে বেশ কিছু স্থানে ছোট ছোট পাহাড় ধসের ঘটনা ঘটেছে। ঝুঁকিতে বসবাসকারীদের আশ্রয় কেন্দ্রে নিয়ে যেতে কাজ করছে প্রশাসন।
রাঙামাটি সদর উপজেলা প্রশাসনের তথ্য মতে, পৌর এলাকার ২৬টি আশ্রয়কেন্দ্রের মধ্যে মাত্র দুইটি আশ্রয় কেন্দ্রের মোট ১৪১ জন অবস্থান করছে। অপর দিকে রাঙামাটি-চট্টগ্রাম সড়কের বেশ কিছু সড়কে পাহাড় ধসের ঘটনা ঘটে। এতে সময়ের জন্য গাড়ি চলাচল বন্ধ ছিলো। সড়ক বিভাগ দ্রুত মাটি সরিয়ে নিলে স্বাভাবিক হয় যান চলাচল।
এছাড়া চলমান ভারী বর্ষণে সদর উপজেলা সাপছড়ি ইউনিয়নের বোধিপুরসহ বেশ কয়েকটি গ্রামে জলবদ্ধ সৃষ্টি হয়েছে এতে বিপাকে পড়েছে এসব এলাকার বাসিন্দারা।
সবিতা চাকমা বলেন, গত কয়েক দিনের ভারী বর্ষণে আমাদের দুর্ভোগ বেড়ে গেছে। ঘরে পনি ঢুকে মালামাল নষ্ট হয় গেছে। রান্না করা মত জায়গাও নেই। খুব কষ্টের মধ্যে আছি। মনে করেন এক ঘন্টা ভারী বৃষ্টি হলে পানি ঘরে ঢুকে যায়। গত তিন দিনে গড়ে প্রতিদিন চার থেকে পাঁচ বার ঘর পরিষ্কার করতে হয়েছে। আমাদের এই কষ্ট কবে শেষ হবে জানি না।
স্থানীয় বাসিন্দা রবীন্দ্র চাকমা বলেন, ঘর ডুবে গেছে। রাস্তাঘাট তলিয়ে গেছে। কোমড় সমান পানির মধ্যে চলাচল করতে হচ্ছে। প্রতি বছর আমাদের এই কষ্টে পড়তে হয়। পাহাড়ের পানি যখন নামা শুরু করে তখন কী ভয়ঙ্কর অবস্থা হয় চিন্তাও করতে পারবেন না। মুহূর্তে সব তলিয়ে যায়। আমাদের অনেক সবজি ক্ষেত নষ্ট হয়ে গেছে। এই এলাকয় যে ছড়া আছে সেটি ভরাট হয়ে যাওয়ায় বৃষ্টি হলেই এমন জলাবদ্ধতার সৃষ্টি হয়।
সাপছড়ি ইউনিয়ন স্বাস্থ্য পরিবার কল্যাণ কেন্দ্রের নিরাপত্তা প্রহরী কীর্তন চাকমা বলেন, আমাদের এই কেন্দ্রটি ভারী বর্ষণ হলেই ডুবে যায়। এতে সেবা দিতে পারেন না কর্মকর্তার। এতো পানি হয় যে চেয়ার পর্যন্ত ডুবে যায়। রোগীদের সেবা দেয়ার কোন সুযোগ থাকে না। একবার পানি উঠলে কমতে ৩ থেকে ৪ ঘন্টা সময় লাগে।
সাপছড়ি ৩নং ওয়ার্ডের মেম্বার ফুটন্ত চাকমা বলেন, আমার এই ওয়ার্ডের তিনটি গ্রামের অবস্থা খুবই খারাপ। যেখানে প্রায় দুইশ পরিবার বাস করে। বৃষ্টি হলেই ঘরবাড়ি তলিয়ে যায়। এলাকাবাসীর প্রচুর ক্ষতি হয়। খাল ভরাট হওয়ায় এই ভোগান্তি। জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের কাছে দাবি জানাচ্ছি এই খালটি খননের ব্যবস্থা করেন। যাতে এই দুর্ভোগ থেকে এলাকাবাসী মুক্তি পায়।
তাছাড়া জেলার বাঘাইছড়ি, জুরাছড়ি, বিলাইছড়ির কিছু নিচু এলাকায় জলাবদ্ধতার খবর পাওয়া গেছে।
অন্য দিকে রবিবার বিকালে বিভিন্ন ঝুঁকিপূর্ণ এলাকা ও আশ্রয় কেন্দ্র পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ। পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের বলেন, ভারী বর্ষণে পাহাড়ধসের ঝুঁকি রয়েছে। তাই আমরা সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছি। আমাদের বেশ কয়েকটি টিম মাঠে কাজ করছে। এই টিমে ফায়ার সার্ভিস, স্বেচ্ছাসেবক, স্কাউট, রেড ক্রিসেন্ট সদস্যরা রয়েছেন। এছাড়াও সদরের জন্য চারটি কুইক রেস্পন্স টিম গঠন করা হয়েছে। ১০ সদস্যের প্রতিটি টিমে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ বিভাগের ৩ ফায়ার সার্ভিস ২, স্বেচ্ছাসেবক টিম লিডার দুই ও দুইজন স্কাউট সদস্য রয়েছেন। তিনি আরো বলেন, জেলায় মোট ২৪৬টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। বর্তমানে ২৪৬ জন আশ্রয় কেন্দ্রে অবস্থান করছেন। তাদের খাবারের ব্যবস্থাও করা হয়েছে।
জেলা প্রশাসক বলেন, জেলার কিছু নি¤œাঞ্চলে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। সে বিষয়েও আমাদের প্রস্তুতি আছে। উপজেলা নির্বাহী আফিসারদের দেয়া নির্দেশনা মোতাবেক তার কাজ করে যাচ্ছেন।