সাইফুল হাসান ॥
২৯ জুন অনুষ্ঠিত হবে ধর্মপ্রাণ মুসলমানদের পবিত্র ঈদুল আযহা। পবিত্র এদিনে পশু কোরবানি দিয়ে ¯্রষ্টার সন্তুষ্টি লাভের প্রত্যাশা করেন সকলে। তাই তো কোরবানি পশু কিনতে পার্বত্য জেলা রাঙামাটির ট্রাক টার্মিনালে জমে উঠেছে কোরবানি পশুর হাট।
শনিবার সকালে হাট ঘুরে দেখা যায় জেলার বিভিন্ন উপজেলা হতে আনা হচ্ছে গরু ও ছাগল। আবার অনেক ব্যাপারিরা এ পশুগুলো ক্রয় করে ট্রাকে করে নিয়ে যাচ্ছে চট্টগ্রাম ও ঢাকায়।
বরকল থেকে ৭টি গরু নিয়ে বাজারে এসেছে নুরু মিয়া। তিনি বলেন, আমি নিজের বাসায় পালন করা ৭টি গরু নিয়ে সকালে হাটে এসেছি সবাই দামাদামি করছে তবে এখন পর্যন্ত কোনটি বিক্রি হয়নি। আমরা গরু গুলো ভালোই স্বাস্থ্যমান। তাই এগুলোর দাম ৭০ হাজার থেকে ৯০ হাজার পর্যন্ত রেখেছি।
আরেক বিক্রেতা ফরিদ হোসেন বলেন, আমি ২টি গরু নিয়ে শুক্রবার বাজারে এসেছিলাম। একটি গরু ৮০ হাজার টাকা দিয়ে বিক্রি করেছি অন্যটিও সেরকম দাম পেলে বিক্রি করবো।
গরু ব্যাপারি ইলিয়াস মোল্লা বলেন, আমি ১৩টি গরু ক্রয় করেছি আরও কয়েকটা নিয়ে ট্রাকে করে চট্টগ্রাম বাজারে নিয়ে যাবো। সেখানে গরুর দাম ভালো পাওয়া যায় আর পাহাড়ি গরুর একটা আলাদা চাহিদা রয়েছে।
রাঙামাটি কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আমিন জানান, রাঙামাটি কোরবানি পশুর হাটের নিরাপত্তার জোরদার করার জন্য তিন স্তরের পুলিশ মোতায়েন করা হয়েছে। এছাড়া একটা কন্টোল রুম খোলা হয়েছে যেখানে জাল নোট পরীক্ষার মেশিন বসানো হয়েছে। সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সতর্ক ও প্রস্তুত রয়েছে বলেও জানান তিনি।