মিশু মল্লিক ॥
জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের আয়োজনে রাঙামাটিতে জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক-বালিকা (অনুর্ধ্ব-১৭) এর উদ্বোধন করা হয়েছে। শুক্রবার সকালে রাঙামাটি সদর জোন মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ রুহুল আমীন। এসময় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল হক, জেলা ক্রীড়া কর্মকর্তা মো. হারুনুর রশীদ, জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট মামুনুর রশীদ মামুন, রাঙামাটি জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি বরুণ বিকাশ দেওয়ান, ক্রীড়া সংগঠক শফিকুল ইসলাম চৌধুরী, আব্দুল মান্নান।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. রুহুল আমীন বলেন, তারুণ্যের উৎসবের অংশ হিসেবে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। আমরা আশা করছি এই ধরণের প্রতিযোগিতার মাধ্যমে পাহাড়ের আনাচে কানাচে যেসকল প্রতিভাবান খেলোয়ার আছে তাঁরা সামনে আসার সুযোগ পাবে।
উদ্বোধনী খেলায় কাপ্তাই উপজেলার বালিকা দল নানিয়ারচর উপজেলা বালিকা দলের মুখোমুখি হয়, এতে ৩-০ গোলে নানিয়ারচর উপজেলা জয়লাভ করে।
টুর্নামেন্টের সার্বিক ব্যবস্থাপনায় রয়েছে রাঙামাটি পার্বত্য জেলা ক্রীড়া সংস্থা।