জিয়াউল জিয়া
জন্ম ও মৃত্যু নিবন্ধন করি নাগরিক অধিকার নিশ্চিত করি এই প্রতিপাদ্যে রাঙামাটিতে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস উপলক্ষে আলোচনা সভা
অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
রাঙামাটির অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আব্দুলাহ আল মাহমুদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত প্রশাসক (রাজস্ব) এস এম ফেরদৌস ইসলাম, রাঙামাটি পৌরসভা মেয়র মো. আকবর হোসেন চৌধুরী, সদর উপজেলা নির্বাহী অফিসার নাজমা বিনতে আমিনসহ পৌরসভার ওয়ার্ড কাউন্সিলর ও ইউনয়িন পরিষদ চেয়ারম্যান উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা অভিযোগ করে বলেন, দীর্ঘদিন জন্ম ও মৃত্যু নিবন্ধন সার্ভার জটিলতায় নতুন জন্ম নিবন্ধন ও সংশোধন করা যাচ্ছে না। যাতে জরুরি কাজেসাধারণ মানুষ ভোগান্তিতে পড়ছে। দ্রুত সার্ভাস জটিলতা নিরসন এবং কম সময়ের মধ্যে অনলাইন সংশোধনের বিষয়ে জোর দাবি উঠে।
দ্রুততম সময়ের মধ্যে সার্ভার সমস্যা সামাধানের আশ^াস দিয়ে জেলা প্রশাসক জানান, জানুয়ারি-সেপ্টেম্বর মাসে পুরো চট্টগ্রামে বিভাগে রাঙামাটি প্রথম স্থান দখল করছে। আমাদের কয়েকটি ইউনিয়নে এখনো মোবাইল নেটওয়ার্ক না থাকার পরও কাজের কোন ব্যাঘাত না হয় সেই ব্যবস্থার নির্দেশনা আমরা দিয়েছি। কেউ যাতে হয়রানি হয় হয়।
এসময় তিনি আরও বলেন, শিশু জন্মের পর জন্ম নিবন্ধন করা শিশুর অধিকার। জন্ম ও মৃত্যু নিবন্ধন রাষ্ট্রের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। এর ফলে অনেক ক্ষেত্রে বাল্য বিবাহ রোধ করা সম্ভব হয়েছে। এর মাধ্যমে রাষ্ট্র ঐ অঞ্চলের উন্নয়ন এবং যাবতীয় কর্মযজ্ঞ পরিচালনা করে। জন্ম নিবন্ধের পাশাপাশি অবশ্যই মৃত্যু নিবন্ধনও করতে হবে।