নিজস্ব প্রতিবেদক
মৌসুমি বায়ুর প্রভাবে গেল এক সপ্তাহ ধরে টান বর্ষণের রাঙামাটিতে পাহাড় ধসের শঙ্কা দেখা দিয়েছে। ধস প্রবণ এলাকার মানুষ বিভিন্ন আশ্রয় কেন্দ্রে অবস্থান করছে। এসব দুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল রাঙামাটি জেলা শাখা। শুক্রবার দুপুরে শহরের উন্মুক্ত বিশ্ববিদ্যালয় আশ্রয় কেন্দ্রে দুর্গত মানুষের মাঝে ত্রান বিতরণ করে দলটি।
এসময় উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা বিএনপির সাধারণ সম্পাদক মামুনুর রশিদ মামুন, সাংগঠনিক সম্পাদ সাইফুল ইসলাম শাকিল, সহ-প্রচার সম্পাদব মো. কামাল হোসেনসহ অঙ্গ সহযোগী সংহঠনের নেতারা।
এসময় বক্তারা বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল যে কোন দুর্যোগে দেশের মানুষের পাশে ছিল,এখনো আছে। রাঙামাটিতে বন্যা ও পাহাড় ধসের ঝুঁকিতে থাকা মানুষ জেলার বিভিন্ন আশ্রয় কেন্দ্রে অবস্থান করছে। তাদের জন্য সামান্য কিছু সহায়তা করছি।
বক্তারা আরো বলেন, বাংলাদেশ একটি অন্তর্বর্তীকালীন সরকার দেশ চালাচ্ছে। এসময়ে পরিকল্পিতভাবে এই বন্যা সৃষ্টি করা হয়েছে। আমরা এর তীব্র নিন্দা জানাই। বিতরণকৃত ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল চিড়া, মুড়ি, বিস্কুট পানিসহ বেশ কয়েক প্রকার শুকনো খারার।