নিজস্ব প্রতিবেদক ॥
পার্বত্য এলাকার নৃতাত্বিক জনগোষ্ঠী সমূহের বৈচিত্রময় খাদ্যাভ্যাস ও শস্য বিলুপ্তির প্রধান অন্তরায় বাণিজ্যিক কৃষির আগ্রাসন বিষয়ক এক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সোমবার রাঙামাটিতে সেবিং ট্রেডিশনাল ফুড এন্ড কালচার প্রকল্পের আওতায় এই বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
রাঙামাটি শহরের কল্যাণপুরস্থ উদ্যোগ রিসোর্স সেন্টারে অনুষ্ঠিত বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাঙামাটি সদর উপজেলা নির্বাহী অফিসার মিজ নাজমা বিনতে আমিন। উইমেন্স এডুকেশন ফর এডভান্সমেন্ট এন্ড এমপাওয়ারমেন্ট (উইভ) এর নির্বাহী পরিচালক নাইউপ্রু মারমার সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত বিতর্ক প্রতিযোগিতায় অন্যান্য অতিথির মধ্যে ছিলেন রাঙামাটি জেলা প্রেসক্লাবের সভাপতি সাখাওয়াৎ হোসেন রুবেল, রাঙামাটি সদর উপজেলা ভাইস চেয়ারম্যান দুর্গেশ্বর চাকমা ও নাসরিন ইসলাম, সদর উপজেলা যুব উন্নয়ন অফিসার ¯িœগ্ধা তালুকদার, বাংলাদেশ নারী প্রগতি সংঘের প্রজেক্ট ম্যানেজার সঞ্জয় মজুমদার। অনুষ্ঠান সঞ্চালনা করেন সিসিলি দেওয়ান।
বিতর্ক প্রতিযোগিতায় অংশ নেন, হিতৈশী চাকমা, ত্রিশিলা চাকমা, উক্রাচিং মারমা, লাল জুই লুসাই, চৈতী চাকমা ও সুমিরা চাকমা। রাঙামাটি সদর উপজেলা নির্বাহী অফিসার নাজমা বিনতে আমিন বিতর্ক প্রতিযোগিতায় শ্রেষ্ঠ বিতার্কিক ও শ্রেষ্ঠ দল ও প্রতিযোগীদের মধ্যে ক্রেস্ট ও সনদপত্র বিতরণ করেন। অনুষ্ঠানে উপজেলা পর্যায়ে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, হেডম্যান, কার্বারি নেতৃবৃন্দ, সাংবাদিক প্রতিনিধি উপস্থিত ছিলেন।