ইয়াছিন রানা সোহেল ॥
রাঙামাটিতে তথ্য মেলার উদ্বোধন করা হয়েছে। রবিবার কুমার সমিত রায় জিমনেশিয়াম প্রাঙ্গণে এই মেলার আয়োজন করে জেলা প্রশাসন ও ট্রান্সপারেন্সি ইন্টারনাশনাল বাংলাদেশ (টিআইবি)। মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান। সচেতন নাগরিক কমিটি (সনাক) রাঙামাটি সভাপতি প্রফেসর বাঞ্চিতা চাকমার সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মীর আবু তৌহিদ, জাতীয় মানবাধিকার কমিশনের সাবেক সদস্য নিরুপা দেওয়ান, শিক্ষাবিদ অঞ্জুলিকা খীষা, অমলেন্দু হাওলাদার।
আলোচনা সভায় বক্তারা বলেন, তথ্য অধিকার আইনের বাস্তবায়নের মাধ্যমে আইনভুক্ত সকল সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধি ও দুর্নীতি হ্রাস পাবে এবং সুশাসন প্রতিষ্ঠিত হবে।
উদ্বোধন শেষে তথ্য মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন অতিথিরা। মেলায় বিভিন্ন সরকারি-বেসরকারি ৩৩টি প্রতিষ্ঠান অংশগ্রহণ করে।