নিজস্ব প্রতিবেদক
একবছর আগে নতুন করে যাত্রা শুরু করা জাতীয় দৈনিক,‘কালবেলা’ সোমবার নিজেরে প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে।
সারাদেশের মত পার্বত্য শহর রাঙামাটিতেও পালিত হয় এই কর্মসূচী।
শহরের জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনাসভার পর কাটা হয় কেক। এতে প্রধান অতিথি ছিলেন রাঙামাটির জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান। বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার নাজমা বিনতে আমিন। বক্তব্য রাখেন বিশেষ অতিথি জেলার ডেপুটি মুক্তিযোদ্ধা কমান্ডার ইকবাল হোসেন চৌধুরী,রাঙামাটি প্রেসক্লাবের সভাপতি সাখাওয়াত হোসেন রুবেল। অনুষ্ঠান সঞ্চালনা করেন কালবেলার জেলা প্রতিনিধি মিশু দে।
এসময় জেলায় কর্মরত বিভিন্ন গনমাধ্যমের সংবাদকর্মী,নাগরিক সমাজের প্রতিনিধি ও সামাজিক-স্বেচ্ছাসেবী সংগঠনের দায়িত্বশীল প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার ইকবাল হোসেন চৌধুরী আশাবাদ ব্যক্ত করেন যে,কালবেলা মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশ বিনির্মাণে এবং স্বাধীনতার চেতনার সপক্ষে ভূমিকা রাখবে।’
প্রেসক্লাব সভাপতি সাখাওয়াত হোসেন রুবেল বলেন, ‘ কালবেলার জন্য শুভকামনা,আশা করছি এই পত্রিকা গতানুগতিক সাংবাদিকতার বাইরে থেকে ভিন্ন ধারার সাহসী সাংবাদিকতা করবে।’
জেলা প্রশাসক তার বক্তব্যে-‘নতুন দৈনিকটির একবছরের অর্জনকে’ সাধুবাদ জানিয়ে বলেন, এটা খুবই ভালো খবর যে, একটি নতুন দৈনিক অল্প সময়েই পাঠকের আস্থা অর্জন করেছে এবং প্রচারপ্রিয়তা পেয়েছে।’
আলোচনা সভার পর জেলা প্রশাসকসহ অতিথিরা প্রতিষ্ঠা বার্ষিকী কেক কাটেন।