নিজস্ব প্রতিবেদক ॥
রাঙামাটির বাজারে সরকার নির্ধারিত দামে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র বিক্রি হচ্ছে কিনা তা তদারকিতে মোবাইল কোর্ট পরিচালনা করেছে রাঙামাটি জেলা প্রশাসন। মঙ্গলবার দুপুরে রাঙামাটি শহরের রিজার্ভ বাজারে এই মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় ৫ দোকানীকে ২ হাজার চারশত টাকা জরিমানা করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন রাঙামাটি জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুহাম্মদ ইনামুল হাছান নেতৃত্বে জেলা প্রশাসন ও পুলিশের একটি টিম। কৃষি বিপনন অধিদপ্তরের মার্কেটিং অফিসার মোঃ জাহেদ হোসেন এসময় উপস্থিত ছিলেন।
সরকার নির্ধারিত মূল্যের চেয়ে আলু, পেঁয়াজ ও ডিমের দাম বেশি নেওয়ায় শহরের রিজার্ভ বাজার ও বনরূপা বাজারের ৫টি প্রতিষ্ঠানকে ২ হাজার চারশত টাকা জরিমানা করে।
একইসাথে তাদের সর্তক করা হয়, যাতে কোন দোকানি সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে এইসব দ্রব্য বিক্রয় না করে। একই সাথে দোকানে মূল্য তালিকা রাখার নির্দেশও দেয়া হয়।
জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুহাম্মদ ইনামুল হাছান জানান, সরকার নির্ধারিত দামের চেয়ে যাতে কেউ বেশি দামে আলু, পেঁয়াজ, ডিম বিক্রয় করতে না পারে সেজন্য জেলা প্রশাসন নিয়মিত বাজার তদারকি করছে, এই তদারকি কার্যক্রম অব্যহত থাকবে।