জিয়াউল জিয়া ॥
বিচার কার্যক্রমকে জনগণের দোরগোড়ায় পৌঁছাতে রাঙামাটিতে পুলিশ-ম্যাজিস্ট্রেসির সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ভবনের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. আবু হানিফ মহোদয় এর সভাপতিত্বে অনুষ্ঠিত আরও উপস্থিত ছিলেন রাঙামাটি পার্বত্য জেলার অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাহাব উদ্দিনসহ অন্যান্য সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ও জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটগণ, এছাড়াও অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ শাহ ইমরান, আরএমও ডা. শওকত আকবর খান, জেলা আইনজীবী সমিতির সহ-সভাপতি ও অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর, বিভাগীয় বন কর্মকর্তাসহ বিভিন্ন থানার অফিসার ইনচার্জগণ ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
সভায় মামলার তদন্ত, ফাইলিং ও আসামি গ্রেফতারের বিষয়ে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাগণ কর্তৃক করণীয় সম্পর্কে তথ্যবহুল আলোচনা করা হয়। এ সংক্রান্ত সংশ্লিষ্ট আইনের বিধান এবং আদালতের আদেশ মেনে চলার জন্য সকল থানার ওসি এবং সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়।
পরে উপস্থিত সকলে একটি উন্মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন। এতে চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. আবু হানিফ অং, গ্রণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দানসহ সংশ্লিষ্ট সকল বিভাগের মামলা পরিচালনা সংক্রান্ত করণীয় সম্পর্কে দিক-নির্দেশনা প্রদান করেন।
সভাপতির বক্তব্যে চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. আবু হানিফ বলেন, বিচার কার্যক্রমকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্য এবং আইনের শাসন নিশ্চিত করার জন্য সর্বোচ্চ সেবা প্রদানের আহবান জানান।