সাইফুল হাসান ॥
অংশীদারিত্বের ভিত্তিতে পার্বত্য চট্টগ্রামে সহনশীল জীবিকার জন্য সহায়তা প্রকল্পের আওতায় ষান্মাসিক উপজেলা পুষ্টি সমন্বয়ক কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে সদর উপজেলা পরিষদ সভা কক্ষে আশিকা ডেভেলপমেন্ট এসোসিয়েটস’র আয়োজনে ও ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে এবং মানুষের জন্য ফাউন্ডেশন’র সহযোগিতায় এ সভা অনুষ্ঠিত হয়।
এতে আশিকার প্রকল্প সমন্বয়কারী বিধান চাকমা সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা শাহানাজ পারভিন, উপজেলা মৎস্য কর্মকর্তা শেখ মোহাম্মদ আরশেদ বিন শাহেদ, পরিবার পরিকল্পনা কর্মকর্তা ফারজানা আক্তার।
এতে বক্তারা বলেন, দুর্গম পাহাড়ে পুষ্টির ঘাটতি দূরীকরণের লক্ষ্যে এ প্রকল্পের মাধ্যেমে আমরা কাজ করছি। পাহাড়ের বেশির ভাগ হতদরিদ্র পরিবারের শিশুরা পুষ্টিহীনতায় ভোগে। সরকারের পাশাপাশি বেসরকারি ভাবেও নানান উদ্যেগের মাধ্যমে তাদের পুষ্টি জোগান দিতে আশিকাও কাজ করছে।