বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি রাঙামাটি পার্বত্য জেলা শাখার ১৭ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি তাপস দাশ, সাধারণ সম্পাদক বিপ্লব কর ও দিদার হোসাইনকে কোষাধ্যক্ষ মনোনীত করা হয়। কমিটির অন্যান্যরা হলেন সহ-সভাপতি ছোটন বড়–য়া ও বাসনা প্রভা দাশ, যুগ্ম সাধারণ সম্পাদক রিটন দে ও মো. রাসেল, সাংগঠনিক সম্পাদক মো. আনোয়ার হোসেন, সহ সাংগঠনিক সম্পাদক সিমন চাকমা, প্রচার ও দপ্তর সম্পাদক পলাশ চন্দ্র দাশ, সদস্য যথাক্রমে নিপুল দে, মো. আব্দুল জব্বার, দয়াল দাশ, সৈকত মহাজন(ভুবন), মো. ইসমাইল, সঞ্জু পাল ও মো. ওসমান সরোয়ার। এছাড়া তিন বিশিষ্ট উপদেষ্টা কমিটিও গঠন করা হয়। এতে একেএম মকছুদ আহমেদকে প্রধান উপদেষ্টার দায়িত্ব দেয়া হয়। এছাড়া নেপাল চন্দ্র কর ও মো. নুরুল কবীরকে উপদেষ্টার দায়িত্ব দেয়া হয়।
নবনির্বাচিত কমিটির সভাপতি তাপস দাশ ও সাধারণ সম্পাদক বিপ্লব কর বলেন, গত ১১ ফেব্রæয়ারি আমাদের সাধারণ সভায় প্রথমে সভাপতি, সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষের নাম মনোনীত করা হয়। এরপর ১৮ ফেব্রæয়ারি আবারো সভার মাধ্যমে আমরা পূর্ণাঙ্গ কমিটি গঠন করেছি। এছাড়া সভায় তিন বিশিষ্ট উপদেষ্টা কমিটিও গঠন করা হয়েছে। (বিজ্ঞপ্তি)