নিজস্ব প্রতিবেদক ॥
প্রখ্যাত দুই আলোকচিত্রী এবিএম রফিকুর রহমান ও একেএম মহসিনকে সম্মাননা প্রদান করা হয়েছে। শুক্রবার সকালে রাঙামাটি প্রেসক্লাব সম্মেলন কক্ষে ‘পোর্ট্রেট নিউজ’ এর আয়োজনে এই সম্মাননা প্রদান করা হয়।
রাঙামাটি প্রেসক্লাবের সভাপতি সাখাওয়াত হোসেন রুবেলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাঙামাটি পৌরসভার মেয়র আকবর হোসেন চৌধুরী। এতে বক্তব্য রাখেন পোর্ট্রেট এর সম্পাদক রূপম চক্রবর্তী, দুই সংবর্ধিত ব্যক্তি এবিএম রফিকুর রহমান ও একেএম মহসিন, প্রবীণ সংবাদকর্মী একেএম মকছুদ আহমেদ, পোর্ট্রেট নিউজের মিঠু দত্তসহ বিভিন্ন জেলা থেকে আগত প্রতিনিধিবৃন্দ।
এসময় বক্তারা বলেন, একাত্তরে পাকিস্তানিদের যে হিংস্রতা একমাত্র ছবির মাধ্যমে পৃথিবীর বিভিন্ন দেশে তুলে ধরা সম্ভব হয়েছে। সংবাদে ভুল হতে পারে, কিন্তু ছবিতে কোনও ভুল থাকতে পারে না। একটি ছবি অনেক কিছুরই সাক্ষী বহন করে। আজো আমরা ভাষা আন্দোলন কিংবা স্বাধীনতার অগ্নিগর্ভ দিনগুলি ও মুক্তিযুদ্ধকালীন পাকিস্তানিদের যে নৃশংতা সেগুলো ছবির মাধ্যমে স্পষ্ট দেখতে পাই।