নিজস্ব প্রতিবেদক ॥
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট রাঙামাটিতে শুরু হয়েছে। বৃহস্পতিবার রাঙামাটি চিং হ্ণা মং মারী স্টেডিয়ামে রাঙামাটি পৌরসভা পর্যায়ে এই টুর্নামেন্ট উদ্বোধন করা হয়। রাঙামাটি পৌরসভার মেয়র আকবর হোসেন চৌধুরী টুর্নামেন্ট উদ্বোধন করেন।
টুর্নামেন্ট উদ্বোধনকালে তিনি বলেন, ফুটবলের উন্নয়নে ক্ষুদে শিক্ষার্থীদের থেকে প্রতিভা তুলে আনতে আওয়ামীলীগ সরকার ক্ষমতায় আসার পর এই টুর্নামেন্ট চালু করে। টুর্নামেন্টটি ইতোমধ্যে দেশব্যাপী বেশ জনপ্রিয় হয়ে উঠেছে এবং এর মাধ্যমে ভালো ভালো খেলোয়াড় উঠে আসছে। তিনি এশিয়ান গেমসে নারীদের শিরোপো জয়ের প্রসঙ্গ টেনে বলেন, এই টুর্নামেন্টের কারণে বৈশ্বিক ক্রীড়া প্রতিযোগিতায় বাংলাদেশ ভালো খেলছে। টুর্নামেন্ট সুষ্ঠুভাবে আয়োজনের জন্য তিনি শিক্ষকদের ধন্যবাদ জানান এবং শিক্ষার্থীদের শারীরিক কোনও আঘাত নিয়ে খেলায় অংশ না নেয়ার আহ্বান জানান।
এসময় উপস্থিত ছিলেন সহকারী উপজেলা শিক্ষা অফিসার কমল জ্যোতি চাকমা, আসামবস্তি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শংকর দে, স্বর্ণটিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজির আহম্মদ তালুকদার, কাঁঠালতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বদিউল আলম, শাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নেজাম উদ্দিন, অরুণ রায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলোময় চাকমা, ঝগড়াবিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নির্মল চাকমা, ভেদভেদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুপ্রিয়াচাকমা, পুলিশ লাইন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক চিকোচি মগ, নিউ রাঙামাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পারভীন ফেরদৌসি, রানী দয়াময়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুলতানা রাজিয়া, আমানতবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসিনা আক্তারসহ বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকবৃন্দ।
টুর্নামেন্টে পৌর এলাকার ২৪টি দল অংশ নেয়। টুর্নামেন্টের সমাপনী আগামী ৭ জুন অনুষ্ঠিত হবে।