নিজস্ব প্রতিবেদক
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের জেলা পর্যায়ের খেলা রাঙামাটিতে শুরু হয়েছে। টুর্নামেন্টের উদ্বোধনী দিনে বালক ও বালিকা বিভাগে দুটি খেলায় জয় পেয়েছে রাজস্থলী উপজেলা।বৃহস্পতিবার সকাল ১০টায় রাঙামাটি মারী স্টেডিয়ামে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান।
উদ্বোধনী অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ সাইফুল ইসলামের সভাপতিত্বে ও জেলা ক্রীড়া অফিসার আফাজ উদ্দিনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মারুফ আহমেদ।
উদ্বোধনী খেলায় বালক ও বালিকা বিভাগে জুরাছড়ি উপজেলাকে হারিয়ে শুভসুচনা করেছে রাজস্থলী উপজেলা। দিনের প্রথম খেলায় রাজস্থলী বালিকা দল ৩-০ গোলে জুরাছড়ি বালিকা দলকে এবং অপর খেলায় রাজস্থলী বালক দল ২-০ গোলে জুরাছড়ি বালক দলকে পরাজিত করে। এদিকে বিকেলে বাঘাইছড়ি উপজেলা ২-১ গোলে রাঙামাটি পৌরসভা বালক দলকে পরাজিত করে পরবর্তী রাউন্ডে উন্নীত হয়েছে। তবে বাইলজ অনুযায়ী প্রয়োজনীয় কাগজপত্র উপস্থাপন করতে না পারায় মাঠে নামতে পারেনি রাঙামাটি পৌরসভা বালিকা দল। টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী মাঠে উপস্থিত বাঘাইছড়ি বালিকা দল ওয়াকওভার পেয়ে জয়ী ঘোষনা করা হয়।
গতবার টুর্নামেন্ট যাছাই বাছাই কমিটি নিয়ে উপজেলাগুলোর বিভিন্ন অনিয়মের অভিযোগের প্রেক্ষিতে জেলা প্রশাসকের কঠোর নির্দেশনায় টুর্নামেন্টে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার উপস্থিতিতে সুন্দরভাবে টুর্নামেন্ট পরিচালিত হচ্ছে যাতে অংশগ্রহনকারী দলগুলো সন্তোষ প্রকাশ করেছে।