সাইফুল হাসান
“করবো ভূমি পুনরুদ্ধার, রুখবো মরুময়তা অর্জন করতে হবে মোদের খরা সহনশীলতা” এই প্রতিপাদ্যে পার্বত্য জেলা রাঙামাটিতে পালিত হলো বিশ্ব পরিবেশ দিবস। বুধবার সকালে রাঙামাটি জেলা প্রশাসনের আয়োজনে দিবসটি উপলক্ষে বের করা হয় এক বর্ণাঢ্য শোভাযাত্রা।
শোভাযাত্রাটি হ্যাপির মোড় এলাকা থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসন কার্যালয় প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। এসময় জেলা প্রশাসন কার্যালয় প্রাঙ্গণে বৃক্ষ রোপণ ও শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়।
পরে জেলা প্রশাসন সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান’র সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল) মো: জাহিদুল ইসলাম, সিনিয়র সাংবাদিক সুনীল কান্তি দে।
আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের সকল দুর্যোগ মোকাবেলায় আমাদের যে পরমবন্ধু হিসেবে সহযোগিতা করেন তা হলো বৃক্ষ। পার্বত্য অঞ্চল এই তীব্র তাপদাহের মধ্যেও শান্ত থাকার কারণ একমাত্র এখানকার বনভূমি। তাই আমাদের পার্বত্য অঞ্চলের বৃক্ষ ও বনভূমি রক্ষা করতে হবে।