ইয়াছিন রানা সোহেল
রাঙামাটিতে বাংলা নববর্ষ বাংলা নববর্ষ ১৪৩১ উদযাপন উপলক্ষে প্রস্তুতি মুলক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান।
প্রস্তুতি সভায় বাংলা নববর্ষ উপলক্ষে পহেলা বৈশাখে বর্ণিল শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান, শিক্ষার্থীদের নিয়ে ‘বাংলা নববর্ষ ও বঙ্গবন্ধু’ বিষয়ক কুইজ প্রতিযোগিতা আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়। বর্ণিল শোভাযাত্রায় লোকজ ঐতিহ্য দিয়ে ফুটিয়ে তোলার জন্য উপস্থিত সকলের পরামর্শ এবং সহযোগিতা কামনা করা হয়।
এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোঃ সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল) মোঃ জাহেদুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী অফিসার রিফাত আসমা, ফায়ার সার্ভিসের উপ পরিচালক মোঃ দিদারুল আলম, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক মুজিবুল হক বুলবুল, জেলা জাতীয় পার্টির সভাপদিত হারুন মাতব্বর। এছাড়াও বিভিন্ন দপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা, পৌর কাউন্সিলর, বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা উপস্থিত ছিলেন।