নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ গীতা শিক্ষা পরিষদ(বাগীশিপ) এর উদ্যোগে শ্রীমদ্ভগবদগীতা প্রতিযোগিতার রাঙামাটি জেলার বাছাই পর্ব অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে রাঙামাটির শ্রীশ্রী জগদ্ধাত্রী মাতৃ মন্দিরের নাট মন্দিরে গীতা শিক্ষা সমন্বয় কমিটির সহযোগিতায় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় ৩১০ প্রতিযোগী অংশগ্রহণ করেন।
গীতা শিক্ষা সমন্বয় কমিটির সাধারণ সম্পাদক সোহেল সাহা বলেন, বাংলাদেশ গীতা শিক্ষা পরিষদ(বাগীশিপ) এর কেন্দ্রীয় কমিটির উদ্যোগে দেশব্যাপী শ্রীমদ্ভগবদগীতা প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। তারই আওতায় বাগীশিপের এই মহতি উদ্যোগে আমরাও শামিল হলাম। শুক্রবার সকালে জগদ্ধাত্রী মাতৃ মন্দিরে প্রতিযোগিতার লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এতে ৩১০ প্রতিযোগী অংশ নেন। তাদের মধ্যে থেকে ৩০ জন নির্বাচিত করা হবে। যারা চট্টগ্রামে বিভাগীয় প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। প্রতিযোগিতায় কৃতী শিক্ষার্থীদের স্বর্ণপদক প্রদান করা হবে।
প্রতিযোগিতার লিখিত পরীক্ষা পরিদর্শন করেন শ্রীশ্রী শংকর মিশনের উপদেষ্টা দীলিপ নন্দী, কার্যকরী সভাপতি মৃদুল দত্ত, সহ সভাপতি মৃদুল কান্তি ধর, শ্রীশ্রী জগদ্ধাত্রী মাতৃ মন্দিরের সহ সভাপতি সুজিত পাল ও সাংগঠনিক সম্পাদক গৌতম চন্দ্র দাশ, গীতা শিক্ষা সমন্বয় কমিটির সভাপতি উত্তম দত্ত ও সাধারণ সম্পাদক সোহেল সাহা। এছাড়া গীতা শিক্ষা সমন্বয় কমিটির সকল শিক্ষক-শিক্ষিকামন্ডলী উপস্থিত ছিলেন।