নিজস্ব প্রতিবেদক
আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে দীর্ঘ ৪৩দিন পর দলীয় কার্যালয়ের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেছে রাঙামাটি জেলা বিএনপির নেতাকর্মীরা। রবিবার সকালে দলীয় কার্যালয়ের সমানে ঘন্টাব্যাপি এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির উপ-ধর্ম বিষয়ক সম্পাদক দীপেন দেওয়ান, সাবেক উপমন্ত্রী মনি স্বপন দেওয়ান, রাঙামাটি জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দীপু, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশিদ মামুনসহ জেলা, সদর ও পৌর বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা বলেন, বিএনপি ও তার সমমনা দলগুলোকে বাদ দিয়ে ২০১৪-১৮ সালের মতো সাজানো নির্বাচনের জন্য এই অবৈধ সরকার চেষ্টা করে যাচ্ছে। নির্বাচন করতে দেশের বিভিন্ন এলাকায় প্রায় ২০ হাজার এর বেশি নেতাকর্মীদের জেলে হাজতে প্রেরণ করেছে সরকার। এই সরকার দেশের গণতন্ত্র ও মানবাধিকার হরণ করেছে। দেশে কোনও মানবাধিকার নেই। ২৮ তারিখের পর বিএনপি’র নেতাকর্মীরা ঘরে থাকতে পারছে না। স্বাভাবিক জীবনযাপন করতে পারছে না।
রাঙামাটি জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দীপু বলেন, দেশের নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম হু হু করে বাড়ছে। সরকার সেদিকে লক্ষ্য না দিয়ে সাজানো নির্বাচনের জন্য ব্যস্ত সময় পার করছে। আমরা দেখেছি সাজানো একটি মামলায় দেশনেত্রী বেগম খালেদা জিয়ে গৃহবন্দী করে রেখেছে এই সরকার। খালেদা জিয়াসহ সকল রাজ বন্দীদের মুক্তির দাবি জানাচ্ছি। একই সাথে তথাকথিত নির্বাচন কমিশন যে তফসিল ঘোষণা করেছে, সেটি বাতিল করে সবার সাথে আলোচনার মাধ্যমে নিরপেক্ষ একটি সরকার গঠন করে সকল দলের অংশ গ্রহণে একটি নির্বাচন আয়োজন করার অনুরোধ জনানো হয়।
সাবেক উপমন্ত্রী মণি স্বপন দেওয়ান বলেন, বড় শক্তির সাথে লড়াই করে এই ১৮ কোটি মানুষকে বিপদে ফেলবেন না। দেশের মানবাধিকার ফিরিয়ে আনতে হলে এই তফসিল বাতিল করে সুষ্ঠু নির্বাচনের জন্য যা যা করার দরকার সেই পদক্ষেপ নেওয়ার আহŸান জানাচ্ছি।
কেন্দ্রীয় বিএনপির উপ-ধর্ম বিষয়ক সম্পাদক দীপেন দেওয়ান বলেন, বাংলাদেশের গণতন্ত্র আজ কারাবন্দি। বিএনপির হাজার হাজার নেতাকর্মী গণতন্ত্রের কথা বলায় জেলে পাঠিয়ে দিয়েছে এই অবৈধ সরকার। দেশের জনগণ মানবাধিকার থেকে বঞ্চিত। দিন দিন কথা বলার স্বাধীনতা হারাছে সাধারণ মানুষ। দেশের সকল কারাগার থেকে বিএনপি’র সকল নেতাকর্মীদের মুক্তি দিয়ে আলোচনার মাধ্যমে সুন্দর ও নিরপেক্ষ নির্বাচনের উদ্যোগ গ্রহণের আহŸান জানাচ্ছি।